ইডি-র আইএনএক্স মিডিয়া মামলায় ধাক্কা চিদম্বরমের, আগাম জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2019 12:06 PM (IST)
আইএনএক্স মিডিয়া মামলায় ফের সুপ্রিম কোর্টে ধাক্কা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি)-র মামলায় আগাম জামিনের আর্জি খারিজ। এক্ষেত্রে হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ার নির্দেশের বিরুদ্ধে চিদম্বরম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় ফের সুপ্রিম কোর্টে ধাক্কা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি)-র মামলায় আগাম জামিনের আর্জি খারিজ। এক্ষেত্রে হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ার নির্দেশের বিরুদ্ধে চিদম্বরম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট বলেছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে আগাম জামিন তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তবে একইসঙ্গে সর্বোচ্চ আদালত জানিয়েছে, নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন চিদম্বরম। গত ২১ আগস্ট আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমকে গ্রেফতার করেছিল সিবিআই। এরপর থেকে পাঁচ দফায় আদালতের নির্দেশে তাঁর সিবিআই হেফাজতের মেয়াদ আজ শেষ হচ্ছে। পাশাপাশি, আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআইকে নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে চিদম্বরমের আরেকটি মামলারও আজ শুনানি হওয়ার কথা।