ঠানে: সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে স্ত্রীর নগ্ন অবস্থায় তোলা ভিডিও ভাইরাল! রাগ সামলাতে না পেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ঠানেতে।

পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ, তাঁর নাম রফিক মহম্মদ ইউনুস (৫০)। তাঁর বাড়ি ভিওয়ান্ডির আনসার নগর অঞ্চলে। সেখানেই স্ত্রী নাসরিন ও তিন সন্তানকে নিয়ে থাকতেন রফিক। লকডাউনের সময় কাজ হারান রফিক। এরপর সন্তানদের নিয়ে নগাঁও অঞ্চলে বোনের বাড়ি চলে যান নাসরিন।

এরই মধ্যে সাদ্দাম নামে এক ব্যক্তির সঙ্গে নাসরিনের নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও রফিকেরও চোখে পড়ে। তিনি নাসরিনের বোনের বাড়ি গিয়ে তাঁকে ছুরি মেরে খুন করেন। এরপর শান্তিনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন রফিক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, পঞ্চায়েতের নিদান মানতে না পেরে ঝাড়খণ্ডের রামগড় জেলায় এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক থাকার ‘সাজা’ হিসেবে বিধবা বৌদিকে বিয়ে করতে হবে, এই রায় দেয় পঞ্চায়েত। এরপরেই আত্মহত্যা করেন লব কুমার (২৬) নামে ওই যুবক। পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃত যুবকের বাবা সুখলাল মাহাতো।