নয়াদিল্লি: প্রতারণার অভিযোগে ইউটিউবার গৌরব ওয়াসনের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে ‘বাবা কা ধাবা’-র জন্য অনুদান সংগ্রহ করার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। গত ৩১ অক্টোবর গৌরবের বিরুদ্ধে মালব্য নগর থানায় অভিযোগ দায়ের করেন ‘বাবা কা ধাবা’-র মালিক কান্তা প্রসাদ। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করল পুলিশ।


এক বিবৃতিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কান্তা প্রসাদ বলেছেন, মালব্য নগর মার্কেটের বিপরীতে ‘বাবা কা ধাবা’ নামে একটি স্টল রয়েছে। অক্টোবরে গৌরব ওয়াসন নামে এক ব্যক্তি তাঁর কাছে এসে বলেন, পরিচিতি বাড়ানোর জন্য একটি ভিডিও তৈরি করবেন। সোশ্যাল মিডিয়ায় ‘স্বাদ অফিসিয়াল’ নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সেই ভিডিও পোস্ট করে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান চান গৌরব। ভিডিওটি ভাইরাল হয়। বহু মানুষ ‘বাবা কা ধাবা’-য় আসতে শুরু করেন। কান্তা প্রসাদের অভিযোগ, গৌরব ইচ্ছাকৃতভাবে অনুদানের জন্য তাঁর নিজের ও পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর দেন। এভাবে তিনি লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেন। কিন্তু কান্তা প্রসাদকে সেই টাকা দেননি।’


দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই বৃদ্ধের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের পর ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গৌরব অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, ‘আমি ‘স্বাদ অফিসিয়াল’ ফেসবুক পেজে অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করেছি। যে কোনও ব্যক্তি দেখে নিতে পারেন। আমার অ্যাকাউন্টে অনুদান হিসেবে যে টাকা এসেছে, সবই আমি বাবাকে দিয়েছি। আমার রোজগার থেকেও তাঁকে টাকা দিয়েছি।’