মেয়ে কী পরবে, তা সে নিজেই ঠিক করবে। 'স্লামডগ মিলিওনেয়ার'-এর দশম বর্ষপূর্তির অনুষ্ঠানে মেয়ে খাতিজার হিজাব পরা নিয়ে নেটিজেনদের একাংশের রোষের টার্গেট হয়ে, এমন ভাবেই জবাব দিয়েছিলেন সুরকার এ আর রহমন। তিনি নীতা অম্বানীর সঙ্গে নিজের পরিবারের মহিলাদের একটি ছবি শেয়ার করেন। সেখানে এক মেয়ে খাতিজার মুখ হিজাবে ঢাকা, অন্য মেয়ে রহিমা হিজাব পরেননি। সেই ছবির সঙ্গে হ্যাস-ট্যাগ দিয়ে #freedomtochoose লেখেন রহমন।





সেখানেই থেমে থাকেননি বিশ্বখ্যাত সুরকার। সম্প্রতি আরও একটি পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ‘হ্যালো’ ম্যাগাজিনের জন্য এই ছবিটি তোলা হয়। এখানেও রহমনের দুই মেয়ে ও ছেলেকে দেখা যাচ্ছে। খাতিজা এখানেও মুখ ঢেকেছেন হিজাবে।



এর আগে বিতর্কে জল ঢালতে চেয়ে খাতিজা নিজেও ফেসবুকে লেখেন, তাঁর হিজাব পরার সিদ্ধান্তে অভিভাবকদের কোনও ভূমিকা নেই, তিনি নিজের পছন্দেই হিজাব পরেন।