নেটফ্লিক্সের এই মিনি সিরিজে অভিনয় করেছেন তব্বু, ঈশান খট্টার, তানিয়া মানিকতলা, রসিকা দুগ্গল ও রাম কপূর। ‘আ স্যুটেবল বয়’-এর একটি বিশেষ দৃশ্য নিয়ে আপত্তি নেটিজেনদের। সেই দৃশ্যে দেখা যাচ্ছে, মন্দিরে এক হিন্দু মেয়েকে চুম্বন করছেন একজন মুসলিম যুবক।
এই দৃশ্যের পরিপ্রেক্ষিতেই ‘ইচ্ছাকৃতভাবে হিন্দু দেব-দেবীদের অবমাননা’ নিয়ে থানা বা আদালতে অভিযোগ দায়ের করার ডাক দিয়েছেন বিজেপি মুখপাত্র গৌরব গোয়েল। মধ্যপ্রদেশের সাংসদ নরোত্তম মিশ্রও ‘আ স্যুটেবল বয়’-এর বিষয়বস্তুর নিন্দায় সরব হয়েছেন। আরও অনেকেই এই মিনি সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।