বেঙ্গালুরু: সুপ্রিম কোর্ট আধারের সাংবিধানিক বৈধতা বহাল রাখায় সন্তোষ প্রকাশ করলেন নন্দন নিলেকানি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) প্রাক্তন চেয়ারম্যান ট্যুইট করে বলেছেন, ‘দেশের উন্নতির স্বার্থে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আধারের পক্ষে যুগান্তকারী রায়। আধার সংযুক্ত করে, বাদ দেয় না।’
ইউপিএ সরকারের আমলে নিলেকানির হাত ধরেই চালু হয় আধার। স্বাভাবিকভাবেই আজ সর্বোচ্চ আদালতের রায়ে তিনি খুশি। তাঁর মতে, গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা ও বিতর্কের মাধ্যমে দেশে আরও ভাল ও শক্তিশালী আধার তৈরি করা হয়েছে। সর্বোচ্চ আদালত আধারের সবদিক ভালভাবে খতিয়ে দেখেছে। এই রায়ে আধারের নীতি স্বীকৃতি পেয়েছে।