কাল থেকে আবার টিভিতে আমির খান, বেলা ১১টায় প্রিমিয়ার
ABP Ananda, Web Desk | 25 Jan 2019 12:46 PM (IST)
মুম্বই: আগামীকাল অর্থাৎ প্রজাতন্ত্র দিবস থেকে নিজস্ব প্রোডাকশনের অনুষ্ঠান রুবারু রোশনি নিয়ে টিভির পর্দায় হাজির হবেন আমির খান। কাল বেলা ১১টায় অনুষ্ঠানের প্রিমিয়ার। প্রোমোতে এই অনুষ্ঠানকে আমিরের আগের টিভি শো সত্যমেব জয়তে-র ঝলক বলেই মনে হচ্ছে। যদিও প্রোমোতেই মিস্টার পারফেশনিস্টের দাবি, এই শো সত্যমেব জয়তে-র থেকে আলাদা। রুবারু রোশনি পরিচালনা করছেন স্বাতী চক্রবর্তী। প্রযোজনায় আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও। আমিরের শেষ ছবি ঠগস অফ হিন্দোস্তান বক্স অফিসে সাফল্য পায়নি। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার ছোট পর্দায় চমক দেওয়ার চেষ্টা করছেন তিনি।