নয়াদিল্লিইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মী অঙ্কিত শর্মা হত্যা মামলায় এফআইআর দায়ের হল দিল্লির আমআদমি পার্টি (আপ)-র কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি, হিংসার মধ্যেই উত্তরপূর্ব দিল্লির  চাঁদবাগে নালা থেকে নিহত অঙ্কিতের দেহ উদ্ধার হয়েছে।  এ ব্যাপারে দয়ালপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যার জন্য শাস্তি) ধারায় অভিযুক্ত  করা হয়েছে তাহিরকে। এরপরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করেছে আম আদমি পার্টি।


যদিও তাহির তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন আখ্যা দিয়ে খারিজ করেছেন। অঙ্কিতের পরিবার অবশ্য তাঁর হত্যাকাণ্ডের পিছনে তাহিরের হাত থাকারই দাবি করছে। যে নালা থেকে ২৬ বছরের অঙ্কিতের দেহ মিলেছে, সেটি তাহিরের বাড়ির কাছেই। তবে  তাহিরের দাবি, নিরপেক্ষ তদন্ত হোক।

তাহিরের বিরুদ্ধে হিংসায় মদত দেওয়া, যুক্ত থাকার অভিযোগ ওঠায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল পরিষ্কার জানিয়ে দেন, যে দলেরই হোন না কেন, যিনিই রাজধানীর হিংসায় প্ররোচনা দিয়েছেন বলে দোষী সাব্যস্ত হবেন, তিনি রেহাই পাবেন না। আর দোষী ব্যক্তি  তাঁর দল আমআদমি পার্টির (আপ) কেউ হলে দ্বিগুণ শাস্তি পাবেন।

তাহিরের বিরুদ্ধে হিংসায় হাত থাকার অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে কেজরিবাল বলেন, পুলিশ আমার হাতে নেই না থাকবেও না। আপ, বিজেপি বা কংগ্রেস, যে দলেরই হোক, যারা সাম্প্রদায়িক হিংসার আগুনে ইন্ধন দিয়েছে, দাঙ্গা করিয়েছে, সবাইকেই শাস্তি পেতে হবে।

এদিকে দিল্লি পুলিশকে আজ কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, পরবেশ সাহিব সিংহ, অভয় ভার্মা-এই চার বিজেপি সাংসদ, বিধায়কের বিরুদ্ধে প্ররোচনামূলক কথাবার্তা বলায় এফআইআর দায়ের করতে  আরও  সময় দেওয়া হয়েছে। অভিযোগ, ওঁদের উসকানিমূলক মন্তব্যের জন্যই উত্তরপূর্ব দিল্লিতে হিংসা, অশান্তি ছড়িয়েছে