গতকাল এই কংগ্রেস নেতা ট্যুইট করেন, ‘শত্রুর আক্রমণের বিরুদ্ধে ভারতের প্রতিরোধের মুখ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে কুর্ণিশ। তিনি প্রতিকূল পরিস্থিতিতেও অসাধারণ আত্মবিশ্বাস ও স্থৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি ২০০৪ সালে বায়ুসেনার বিমান চালানো শুরু করেন এবং ইউপিএম জমানাতেই পাইলট হিসেবে পরিণত হন। এর জন্য আমরা গর্বিত।’ অনেকেই ইউপিএ আমলে হওয়া একাধিক নাশকতার কথা স্মরণ করিয়ে দিয়ে অভিনন্দনকে নিয়ে খুরশিদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার সমালোচনা করেছেন।