আগরতলা: বৃহস্পতিবার ত্রিপুরায় (Tripura) পুরভোট। তার আগে আজ আগরতলা (Agartala) গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটের প্রচারে আজ আগরতলায় একটি মিছিল ও সভা করার কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। যদিও মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ। 


এদিন অভিষেক বলেন, "আমি গ্রেফতারি ছেড়ে দিলাম। একটা লোককে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে সুষ্ঠভাবে নির্বাচন করতে হবে, বিরোধী দলের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেখানে মহিলাদের ওপর আক্রমণ করা হচ্ছে। মহিলা থানায় কাল আক্রমণ হয়েছে। টেবিলের তলায় পুলিশ লুকিয়ে রয়েছে। তাঁদের নির্দেশে হচ্ছে। আমি দোষ দিচ্ছি না। ওপর তলা থেকে চাপ আসলে তাঁরা ই বা কী করবে?" 


 






এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগে, আগরতলা বিমানবন্দরে বোমাতঙ্ক। তৃণমূলের দাবি, আজ সকালে পার্কিং এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছে সন্দেহজনক কালো ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। ভুয়ো ব্যাগ রেখে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, কর্মসূচিতে বাধা দিতে নাটক। দাবি ব্রাত্য বসুর।                    


অন্যদিকে, পুরভোটের আগেই উত্তপ্ত ত্রিপুরা। খুনের চেষ্টার অভিযোগে গতকাল আগরতলায় গ্রেফতার হন তৃণমূলনেত্রী সায়নী ঘোষ। রাতে তাঁকে আগরতলা পশ্চিম মহিলা থানায় রাখা হয়। বাড়ানো হয় থানার নিরাপত্তা।