কলকাতা: “ওখানে গিয়ে চমকালে ধমকালে এটাই হবে।’’ ত্রিপুরায় তৃণমূল নেত্রী সায়নী ঘোষের (Sayoni Ghosh) গ্রেফতারি প্রসঙ্গে খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।  পুরভোটের আগেই উত্তপ্ত ত্রিপুরা (Tripura)। খুনের (Murder) চেষ্টার অভিযোগে গতকাল আগরতলায় (Agartala) গ্রেফতার হন তৃণমূলনেত্রী সায়নী ঘোষ (TMC Leader Sayoni Ghosh)। তার আগে থানায় জিজ্ঞাসাবাদ চলাকালীন তৃণমূল নেতা-কর্মীদের ওপর দফায় দফায় হামলার অভিযোগ ওঠে। রণক্ষেত্রের চেহারা নেয় আগরতলা পূর্ব মহিলা থানা চত্বর (Agartala East Woman Police Station)। জমায়েত হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। সেই প্রসঙ্গে কটাক্ষ দিলীপের।


বৃহস্পতিবার ত্রিপুরায় পুরভোট। আজ, সোমবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচি। ঠিক তার আগে, ত্রিপুরায় তুলকালাম। আগরতলায় থানা চত্বরে তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা। গ্রেফতার হন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর খুনের চেষ্টার অভিযোগে সায়নীকে গ্রেফতার করল আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ। এদিন দিলীপ ঘোষ বলেন, “পুলিশ ঠিকই করেছে। ওখানে গিয়ে চমকালে ধমকালে তো এরকমই হবে। এত হিম্মত কী করে হয়? ওঁরা ভেবেছিল বাংলার পুলিশ।  কিন্তু ত্রিপুরার পুলিশ ওঁরা। ওটা ডায়মন্ডহারবার বা কোচবিহার নয়।’’ 


আরও পড়ুন: TMC: সায়নী ঘোষের গ্রেফতারির প্রতিবাদ, আজ ত্রিপুরা যাচ্ছেন অভিষেক


শনিবার সন্ধেয় প্রচার সেরে আমবাসা থেকে আগরতলায় ফিরছিলেন সায়নী ঘোষরা। সেই সময় আগরতলার আশ্রম চৌমহনীতে সভা করছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময়, সায়নী ঘোষ গাড়ি থেকে ‘খেলা হবে’ বলে স্লোগান দেন। বিজেপি কর্মীরা সায়নীর গাড়ি ধাওয়া করেন। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টিও করা হয়। রাতেই সায়নীর বিরুদ্ধে আগরতলা পূর্ব মহিলা থানায় অভিযোগ করে বিজেপি। তার ভিত্তিতে, সায়নী ঘোষকে থানায় তলব করা হয়। রবিবার সকালে সায়নীকে সঙ্গে নিয়ে আগরতলা পূর্ব মহিলা থানায় যান সুস্মিতা দেব, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ-সহ তৃণমূলের নেতা-নেত্রীরা। কী কারণে সায়নীকে তলব, তা নিয়ে থানার মধ্যেই বাদানুবাদ শুরু হয়। এদিকে, সায়নী ঘোষকে যখন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন হঠাৎ থানার সামনে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল হেলমেটে। মারধর করা হয় তৃণমূলের নেতা-কর্মীদের। গাড়ি ভাঙচুর করা হয়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, লাঠিচার্জ করে পুলিশ। মোতায়েন হয় CRPF। ত্রিপুরার ঘটনার প্রতিবাদে, সোমবার সকালে দিল্লিতে ধর্নায় বসবেন তৃণমূলের সাংসদরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সময়ও চাওয়া হয়েছে। এদিকে, তিন দিনের সফরে এদিন বিকেলেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।