নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটে কি ফের দেখা যাবে ঝাড়ু-ঝড়? তেমনই ইঙ্গিত মিলেছে এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষায়। ২০১৫ সালের মতো এবারও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) ম্যাজিক ফিগারের থেকে বেশি আসন পেতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। শনিবার দিল্লিতে বিধানসভা ভোট। মঙ্গলবার ফল ঘোষণা।
আপ, বিজেপি ও কংগ্রেসের ত্রিমুখী ভোটযুদ্ধে শেষ হাসি কারা হাসবে, তার আভাস পেতে দিল্লিতে যৌথ সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ-সি ভোটার। ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে চালানো সমীক্ষায় দিল্লি বিধানসভায় মোট ৭০ আসনের মধ্যে ৪২ থেকে ৫৬টি আসন পেতে পারে আপ। অনেকটা পিছিয়ে থেকে বিজেপি পেতে পারে ১০ থেকে ২৪টি আসন। কংগ্রেসকে এবারও দিল্লি থেকে খালি হাতে ফিরতে হতে পারে বলে ইঙ্গিত। আর যদি চমকে দেওয়ার মতো ফল করেও বা, তাহলেও সর্বোচ্চ ৪টি আসন পেতে পারে তারা। দিল্লিতে সরকার গড়ার ম্যাজিক ফিগার ৩৬।
এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, আপ পেতে পারে প্রায় ৪৬ শতাংশ ভোট, বিজেপি ৩৭ শতাংশ ও কংগ্রেস ৪ শতাংশ ভোট পেতে পারে। অন্যদের ঝুলিতে যেতে পারে ১৩ শতাংশ ভোট।
২০১৫ সালের দিল্লি বিধানসভা ভোটে বিজেপি, কংগ্রেসকে ধরাশায়ী করেছিল আপ। তারা ৭০টির মধ্যে জিতেছিল ৬৭টি আসন। বিজেপি পায় ৩টি আসন। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনে দিল্লির ৭টি লোকসভা আসনের সবগুলিই জেতে বিজেপি।
লোকসভার পর বিজেপির হাতছাড়া হয়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। এখন সিএএ-বিরোধী আন্দোলনের অন্যতম আঁতুড়ঘর দিল্লি কি দখল করতে পারবে বিজেপি ব্রিগেড? নাকি কেজরিবালের ঝাড়ু-ঝড়ে ফের সাফ হয়ে যাবে তারা? উত্তর মিলবে ১১ ফেব্রুয়ারি।
দিল্লি বিধানসভা ভোটে ৪২ থেকে ৫৬ আসন পেতে পারে আপ, বিজেপি ১০ থেকে ২৪টি, ইঙ্গিত এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2020 07:18 PM (IST)
এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, আপ পেতে পারে প্রায় ৪৬ শতাংশ ভোট, বিজেপি ৩৭ শতাংশ ও কংগ্রেস ৪ শতাংশ ভোট পেতে পারে। অন্যদের ঝুলিতে যেতে পারে ১৩ শতাংশ ভোট।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -