কলকাতা: কেন্দ্রে ক্ষমতায় প্রথম মেয়াদ প্রায় পূর্ণ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। আগামী বছর লোকসভা নির্বাচন। এই পাঁচ বছরে মোদি সরকারের পারফরম্যান্স নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে জনসাধারণের মনের মধ্যে। সেই সব প্রশ্নের উত্তর জনসাধারণের থেকেই পাওয়ার চেষ্টা করেছি আমরা।


দেশে সাম্প্রতিক আলোড়ন ফেলা ঘটনাবলি নিয়ে জনমাসনের কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা। তাঁদের মতামত জানার চেষ্টা করেছি। আর সেই মতামত তুলে ধরা হল এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষার তৃতীয় পর্যায়ের মাধ্যমে।


বর্তমানে দেশে অন্যতম আলোড়ন ফেলে দেওয়া ঘটনা হলসিবিআইতে বেনজির ‘গৃহযুদ্ধ’। এই ঘটনা যে মোদি সরকারের ওপর যে প্রভাব ফেলেছে, তা বলাই বাহুল্য। কিন্তু, প্রশ্ন কতটা প্রভাব পড়েছে? যা ঘটেছে তা কতটা ঠিক? এই ইস্যুতে বিতর্ক নিয়ে কী ভাবছেন দেশের মানুষ? কী আভাস উঠে আসছে সমীক্ষায় দেখে নেওয়া যাক--

আমরা প্রশ্ন করেছিলাম, মোদি সরকার কি নিজের স্বার্থে সিবিআই, সিভিসি, সিএজি-এর মতো সংস্থার অপব্যবহার করছে? উত্তরে ৫০% হ্যাঁ বলেছেন, ৩৫% না বলেছেন আর ১৫% মানুষ বলেছেন, বলতে পারব না।

আমরা প্রশ্ন করেছিলাম, সিবিআই ডিরেক্টরকে হঠাৎ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? উত্তরে ৬০% হ্যাঁ বলেছেন, ২৬% না বলেছেন আর ১৩% মানুষ বলেছেন, বলতে পারব না।

আমরা প্রশ্ন করেছিলাম, সিবিআই-কে কি সম্পূর্ণ স্বশাসন দেওয়া উচিত? উত্তরে ৮২% হ্যাঁ বলেছেন, ১৩% না বলেছেন আর ৬% মানুষ বলেছেন, বলতে পারব না।

এই সমীক্ষার মাধ্যমে জনমতের আভাস পাওয়ার চেষ্টা মাত্র।