কলকাতা: ডিজিটাল প্ল্যাটফর্মে ভরসাযোগ্য, সময়োপযোগী খবরে, সবচেয়ে নির্ভরযোগ্য এবিপি লাইভ। বাংলা তথা গোটা দেশে সঠিক আর নিরপেক্ষ খবর তুলে ধরে এবিপি লাইভ। দীর্ঘদিন ধরে নির্ভুল খবর সবার আগে পরিবেশন করে মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করে নিয়েছে এবিপি আনন্দ। এবিপি আনন্দেরই ডিজিটাল প্ল্যাটফর্ম এবিপি লাইভ বাংলাও মানুষের প্রবল জনপ্রিয়তা ও সমর্থন অর্জন করেছে।


রোজকার ঘটনা হোক বা রাজনীতির সমস্ত হালহকিকত, সব খবর সবচেয়ে দ্রুত পেতে মানুষ এবিপি লাইভ ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে নজর রাখেন। পাশাপাশি হটস্টারেও আমাদের সমস্ত ভিডিও দেখে নেওয়া যায় অন্য সকলের চেয়ে অনেক আগে।


বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের সমস্ত খবরের জন্য মানুষ আস্থা রাখছেন এবিপি লাইভেই। যে কোনও হাইভোল্টেজ ইভেন্ট কভারেজের দিনেও পাঠক-দর্শকদের আস্থা থাকে এবিপিতেই। সেই আস্থা শুধু মৌখিক দাবিতে নয়, প্রমাণিত হয় পরিসংখ্যানে।  রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করেন। এবিপি লাইভের ইউটিউব চ্যানেলে সেই জনসভা সরাসরি সম্প্রচারিত হয়। আনন্দ শেয়ার করলে বাড়ে। তাই একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমরা গর্বিত বোধ করছি যে, এক সময়ে একসঙ্গে রেকর্ড সংখ্যক এক লক্ষ ৪১ হাজার ৪১৫ জন ইউটিউবে সেই সরাসরি সম্প্রচার দেখেছেন। শুধু এই একটি স্ট্রিমিংয়ের সুবাদে ৫৪৬৯ জন নতুন সাবস্ক্রাইবার এবিপি লাইভ পরিবারের অংশ হয়েছেন। একই সঙ্গে ইউটিউবে আরও দুটি লাইভ স্ট্রিম সচল ছিল এবং সেখানেও বিপুল সংখ্যক দর্শক তা দেখেছেন। মূল্যবান ফিডব্য়াক দিয়েছেন। পাশাপাশি ব্রিগেডে প্রধানমন্ত্রীর ভাষণ ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করেছিলাম আমরা। এবং সেই সম্প্রচারও প্রচুর মানুষ দেখেছেন। আমাদের চ্যাটবক্স ও কমেন্ট বক্স উপচে পড়েছে আপনাদের মূল্যবান মতামতে। অসংখ্য মানুষের আস্থা অর্জন করতে পেরে আমরা কৃতজ্ঞ। সেই সঙ্গে আমাদের ভাল, তথ্যসমৃদ্ধ, সঠিক এবং নিরপেক্ষ খবর পরিবেশনের দায়িত্ব এবং দায়বদ্ধতাও বেড়ে গিয়েছে।



রাজনীতি হোক বা রোজকার ঘটনা, বিনোদন হোক বা খেলার সমস্ত আপডেট, রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও আমরা একইরকম দায়বদ্ধ থাকব। বাংলার খবর বাংলা থেকেই পেতে এবিপি আনন্দের সঙ্গেই এবিপি লাইভে চোখ রাখুন। এবিপি আনন্দ ও এবিপি লাইভ - এগিয়ে থাকে, এগিয়ে রাখে।