কলকাতা: নানা ভাষার দেশ ভারত। সমস্ত ভাষারই রয়েছে আলাদা প্রাণ। সেই প্রাণের স্পন্দনেই নতুন সংযোজন এবিপি নাডু। এবিপি পরিবারের নতুন সদস্য। তামিল ভাষায় খবরের ওয়েবসাইট ও অ্যাপ। তামিল ভাষার এই ডিজিটাল প্ল্যাটফর্মে সব খবর সবার আগে, আপনার হাতের মুঠোয়। বৃহস্পতিবার সকালে উদ্বোধন হল নতুন ওয়েবসাইট ও অ্যাপ ‘এবিপি নাডু-র’। প্রযুক্তির মোড়কে টাটকা খবর তুলে ধরার এই নতুন উদ্যোগে আপনাদের পাশে চাই আমরা। চোখ থাকুক এবিপি নাডু-তে।


ABP Nadu ওয়েবসাইটে তামিল ভাষায় দেশ-বিদেশের প্রতি মুহূর্তের খবর প্রকাশিত হচ্ছে।  এবিপি নাডু ওয়েবসাইট ও অ্যাপে সবচেয়ে দ্রুত ও সঠিক খবর পড়তে পারবেন। এবিপি নাডু ওয়েবসাইটে যেতে ক্লিক করুন www.abpnadu.com –এই লিঙ্কে।


তামিলনাড়ুতে প্রতি মুহূর্তের খবরের আপডেট জানতে ফলো করুন   ABP Nadu-র সোশ্যাল হ্যান্ডেলগুলি-



তামিল ভাষায় তাজা ও  প্রতি মুহূর্তের  খবর পড়তে ABP Nadu  অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।


তামিল ভাষায় ঐতিহ্য, সম্বৃদ্ধ সাহিত্য ও প্রাণবন্ত সংস্কৃতির মর্যাদা সম্পর্কে সচেতন এবিপি নেটওয়ার্ক। তামিল ভাষা, তার সম্বৃদ্ধ সাহিত্য ও প্রাণবন্ত সংস্কৃতি তামিল আত্মপরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে।এবিপি নাডু রাজ্যের প্রগতিশীল বিবর্তনের অনুরণিত করবে এবিপি নাডু এবং তা রঙিন, প্রাণবন্ত ও নতুনভাবে সেই ভাষ্যের প্রতিফলন  ঘটাবে।


নয়া ওয়েব পোর্টাল এবিপি নাডু-র ঘোষণা করতে গিয়ে এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে বলেছেন, ‘তামিল ভাষায় এক জিডিটাল প্ল্যাটফর্ম নিয়ে আমরা খুবই উৎসাহিত। তামিল বাজারে প্রবেশের এটাই সবচেয়ে উপযুক্ত সময়। এখানে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা অনেক। শুধু তাই নয়, ডিজিটাল খবর পড়ার ক্ষেত্রে এখানে দারুণ উৎসাহ রয়েছে’।


এখানকার মানুষের ক্রমবর্ধমান প্রয়োজন পূরণে এবিপি নাডু সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।


বৃহস্পতিবার সকালে উদ্বোধন হল তামিল ভাষায় খবরের নতুন ওয়েবসাইট ও অ্যাপ ‘এবিপি নাডু-র’।