কলকাতা: পরিবর্তনই একমাত্র স্থায়ী। হঠাৎ হোক বা ধীরে ধীরে, পরিবর্তন করতেই হয়। বদল আমাদের এক নতুন রাজত্বে নিয়ে যায়, যা অন্যরকম, অপ্রত্যাশিত ও নিরলস। এবিপি আনন্দও বদলে যাচ্ছে। ‘ব্র্যান্ড পরিচিতি’ বদলে যাচ্ছে। আপনাদের এগিয়ে রাখি আমরা। তার জন্য পাল্লা দিই সময়ের সঙ্গে। এবিপি আনন্দে আসতে চলেছে এক চমকপ্রদ পরিবর্তন। কাল সকাল ৭টায়। বদলের সাক্ষী হতে চোখ রাখুন এবিপি আনন্দে।
পরিবর্তন সময়ের চাহিদা। সেই কারণেই দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে বদল আনছে এবিপি আনন্দ। দর্শকদের খোলামেলা মানসিকতার একটি মঞ্চ দেওয়ার প্রতি আমরা দায়বদ্ধ। সেই মঞ্চে আপনারা নিজেদের বা অন্য কারও মতামতের দ্বারা আবদ্ধ থাকবেন না। ভারত অপরিসীম সম্ভাবনার ক্ষেত্র। ভারতীয়দের দক্ষতা সীমাহীন। কিন্তু অর্ধ বা সীমাবদ্ধ তথ্য বিভ্রান্তি তৈরি করে। এর ফলে আমাদের মনে সীমাবদ্ধতা তৈরি হয় এবং আমরা নিজেদের দক্ষতার পূর্ণ বিকাশ ঘটাতে পারি না।
এবিপি আনন্দে এই পরিবর্তনের ফলে দর্শকরা ভ্রান্তির হাত থেকে মুক্তি পাবেন। তাঁরা খোলা মনে সারা বিশ্বের প্রতি দৃষ্টি রাখতে পারবেন। খোলা মনে বিশ্বকে দেখার সবচেয়ে ভাল ও ভয়ানক দিক হল, এর ফলে দুর্বলতা আসে। তবে এবিপি আনন্দ বরাবরই নির্ভীক। আমাদের সীমাহীন দৃষ্টি সংবাদমাধ্যমের ধরন বদলে যাওয়ার বিষয়টি বুঝতে সাহায্য করেছে। আমাদের ব্র্যান্ডের গ্রাহক সংক্রান্ত মডেল বদল করার ফলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
সংবাদমাধ্য়মের বর্তমান প্রকৃতি অনুযায়ী এই নতুন লোগো আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটাবে। এর ফলে নিরলস ও পক্ষপাতহীন সম্প্রচারের মাধ্যমে এক অবারিত ও তথ্যসমৃদ্ধ সমাজ গড়ে উঠবে।
এবিপি আনন্দের নতুন পরিচিতি শুধু বদলে যাওয়া চেহারা এবং আধুনিক সংবাদমাধ্যম কীভাবে কাজ করে, সে বিষয়ে ধারণাই দেবে না, একইসঙ্গে আমাদের দর্শকদের জীবনেও পরিবর্তন এনে দেবে। দর্শকরা কোনওরকম পক্ষপাত ছাড়া আসল তথ্য পাবেন। এর ফলে তাঁরা দায়িত্ববান ব্য়ক্তি হিসেবে খোলা মনে চিন্তা করতে পারবেন।
এবিপি আনন্দ বরাবরই দর্শকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। ব্র্যান্ডের এই বদল শুধু যে দর্শকদের অভিজ্ঞতাই সমৃদ্ধ করবে তা নয়, নাগরিকদের পাশে দাঁড়ানো সংগঠনের সঙ্গে নাগরিকদের সম্পর্ক আরও জোরদার করে তুলবে। কারণ, আমরা সবসময় আপনাদের অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের এই বদলের সাক্ষী থাকার জন্য কাল সকালে চোখ রাখতেই হবে এবিপি আনন্দে।
এবিপি আনন্দে আসছে এক চমকপ্রদ পরিবর্তন, বদলের সাক্ষী হতে চোখ রাখুন কাল সকাল ৭টায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2020 05:45 PM (IST)
This transformation will breakfree the disillusionment and you will feel liberated to look at the world through an open mind. | আপনাদের এগিয়ে রাখি আমরা। তার জন্য পাল্লা দিই সময়ের সঙ্গে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -