মুম্বই: প্রয়াত বিজ্ঞাপন ও নাটকের জগতের বিখ্যাত ব্যক্তিত্ব অ্যালিক পদমসি। বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর স্ত্রী ডলি ঠাকোর জানিয়েছেন, ‘আজ ভোরে অসুস্থতার কারণে একটি হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন। তাঁকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত।’ পদমসির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামীকাল দুপুর বারোটায় মুম্বইয়ের ওরলিতে শেষকৃত্য সম্পন্ন হবে।


পদমসির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা সহ বিভিন্ন ব্যক্তি। তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টির পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে।

একটি সংস্থার হয়ে বেশ কয়েকটি বিখ্যাত বিজ্ঞাপন তৈরি করেন পদমসি। রিচার্ড অ্যাটেনবরোর পুরস্কারপ্রাপ্ত ছবি ‘গাঁধী’-তে মহম্মদ আলি জিন্নার ভূমিকায় অভিনয় করেন পদমসি। তিনি সাত বছর বয়স থেকেই মঞ্চে অভিনয় শুরু করেন। সারাজীবনে তিনি ৭০টিরও বেশি নাটক পরিচালনা করেন। তিনি ২০০০ সালে পদ্মশ্রী পান।