গঙ্গাদূষণ: স্বামী জ্ঞানস্বরূপ সানন্দের পর মৃত্যুপথযাত্রী আর এক সন্ন্যাসী, ১১১ দিন ধরে অনশন করছেন সন্ত গোপালদাস
ABP Ananda, Web Desk | 14 Oct 2018 04:06 PM (IST)
ঋষিকেশ: গঙ্গা নদীকে নির্মল রাখার দাবিতে ইতিমধ্যেই অনশনে প্রাণ দিয়েছেন জি ডি আগরওয়াল ওরফে স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ। এবার তাঁরই পথে হাঁটা আর এক সন্ন্যাসীকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত গোপালদাস নামে ৩৬ বছরের ওই যুবক সন্ন্যাসী ১১১ দিন ধরে গঙ্গাশুদ্ধির দাবিতে অনশন করছেন। ১১১ দিনের অনশনের পর বৃদ্ধ সন্ন্যাসী সন্ত স্বামী আনন্দকে ভর্তি করা হয় এইমসে। সেখানে প্রয়াত হন তিনি। সন্ত গোপালদাস গত তিনদিন ধরে জল খাওয়াও ছেড়ে দিয়েছেন। ঋষিকেশের এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোর পৌনে চারটে নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে ও ভর্তি করা হয়েছে এমার্জেন্সি ওয়ার্ডে। এই মুহূর্তে গোপালদাসের চিকিৎসা চলছে এন্ডোক্রিনোলজি ওয়ার্ডে। চিকিৎসকদের প্রধান মীনাক্ষী ধর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে না খাওয়ার ফলে সন্ত গোপালদাসের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, তাঁর শরীরে জলের পরিমাণ কমে গিয়েছে, সুগার লেভেল কমে গিয়েছে ৬৫-তে। কিন্তু এর পরেও কোনও কিছু খেতে বা চিকিৎসা করাতে অস্বীকার করেছেন তিনি, ফলে তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাঁর প্রাণ বাঁচানোর জন্য জোর করে খাওয়ানো সহ যে কোনও পদক্ষেপ নিতে এইমস কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন। বদ্রীনাথে গঙ্গা নদীতে খননের বিরোধিতায় উপবাসে বসেন এই সন্ন্যাসী। ২৪ জুন থেকে ঋষিকেশের গঙ্গার ঘাট ও ত্রিবেণীতে উপবাস করছিলেন তিনি।