নয়াদিল্লি: প্রায় এক মাস দিল্লির এইমসে ভর্তি ছিলেন। এখন অবস্থা গুরুতর হওয়ায় গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরকে তাঁর রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। এইমসের এক আধিকারিক জানিয়েছেন, গোয়ার মুখ্যমন্ত্রীর অবস্থা আজ সকাল থেকে আরও খারাপ হয়েছে, তাঁকে রাখা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। এরপর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
বিশেষ বিমানে করে পর্রীকরকে গোয়া নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স। তাঁর বাসভবন হাসপাতালের চেহারা নিয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত মুখ্যমন্ত্রীকে ১৫ সেপ্টেম্বর ভর্তি করা হয় এইমসে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তিনি অসুস্থ, গোয়া, মুম্বই ও আমেরিকার বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলেছে। কিন্তু শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি তাঁর।
শুক্রবার এই অবস্থাতেই বিজেপির গোয়া কোর কমিটি ও সহযোগী দলগুলির মন্ত্রীদের সঙ্গে এইমসে বৈঠক করেন পর্রীকর। জানা গিয়েছে, দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পগুলির খোঁজখবর নেন তিনি, নিজের দায়িত্বে থাকা কয়েকটি দফতরের কাজকর্ম কয়েকজন মন্ত্রীদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করা নিয়ে আলোচনা করেন।
মনোহর পর্রীকরের অবস্থা ভাল নয়, দিল্লি থেকে নিয়ে যাওয়া হল গোয়াতে
ABP Ananda, Web Desk
Updated at:
14 Oct 2018 01:49 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -