কুম্ভ মেলার আগেই এলাহাবাদের নাম পালটে প্রয়াগরাজ হবে, জানালেন যোগী আদিত্যনাথ
ABP Ananda, Web Desk | 14 Oct 2018 01:08 PM (IST)
এলাহাবাদ: আগামী বছর কুম্ভ মেলার আগেই এলাহাবাদ শহরের নাম পালটে প্রয়াগরাজ করতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ ব্যাপারে ঐকমত্য হয়ে গেলেই এই নাম পরিবর্তন হবে। এর আগে মোগলসরাই স্টেশনের নাম বদলে রাখা হয় আরএসএসের তাত্ত্বিক নেতা দীনদয়াল উপাধ্যায়ের নামে। যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এ ব্যাপারে উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েকের কাছে প্রস্তাব পেশ করেছেন, তিনি তা গ্রহণ করে বলেছেন, মন্ত্রিসভার বৈঠক ডেকে এলাহাবাদ শহরের এই প্রাচীন নাম পুনর্ব্যবহার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হোক। আগামী বছর ১৫ জানুয়ারি শুরু হবে এই কুম্ভ মেলা। সংবাদসংস্থা সূত্রের খবর, মেলার সব ব্যানারে এলাহাবাদের বদলে ব্যবহার করা হবে প্রয়াগরাজ নাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিশাল করে এই কুম্ভ মেলা সংগঠিত করতে চান তাঁরা। এই প্রথম কুম্ভের নিজস্ব লোগো তৈরি হচ্ছে। ১৯২টি দেশ থেকে ভক্তরা এসে এই মেলায় যোগ দেবেন।