নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিজেপিতে যোগ দিতে পারেন। এ ব্যাপারে দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছে। দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির বরিষ্ঠ নেতা সঞ্জয় পাসওয়ান।


বিশ্বকাপ ক্রিকেট থেকে ভারত ছিটকে যাওয়ার পর শোনা যাচ্ছে, ভারতীয় দলের দীর্ঘদিনের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ধোনি এবার অবসর নিতে পারেন। এ নিয়ে পাসওয়ান বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তিনি যোগ দিতে পারেন বিজেপিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের সদস্য হতে পারেন। এ ব্যাপারে বহুদিন ধরেই নাকি আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁর অবসর গ্রহণের পর নেওয়া হবে। তিনি জানিয়েছেন, ধোনি তাঁর ব্যক্তিগত পরিচিত, বহুদিন ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন।

এ বছর লোকসভা ভোটের আগে বিজেপি সভাপতি অমিত শাহ তাঁর সম্পর্ক ফর সমর্থন কর্মসূচি অনুযায়ী ধোনির সঙ্গে দেখা করেন। চলতি বছরেই বিজেপিতে যোগ দিয়েছেন সদ্য খেলা ছাড়া আর এক আন্তর্জাতিক ক্রিকেটার গৌতম গম্ভীর, দিল্লি থেকে লোকসভা ভোটে জিতে সংসদে গিয়েছেন তিনি।

ধোনি রাঁচির বাসিন্দা। গুরুত্বপূর্ণ তথ্য, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন এ বছরই হওয়ার কথা।