নয়াদিল্লি: কয়লাখনি ও কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিষয়ে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তিনি জানিয়েছেন, ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নীতি বদলের ফলে ভারতে বিদেশি বিনিয়োগ বাড়বে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ফলে কর্মসংস্থান বাড়বে এবং আর্থিক বৃদ্ধিও হবে।’
সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতের অর্থনীতির উন্নতির লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপের কথা জানান। বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে করছাড় দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। এরপর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে চারটি ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে অনুমোদন দিল। এর ফলে লজিস্টিকস, ডিজিট্যাল পেমেন্টস, কাস্টমার কেয়ার, প্রশিক্ষণ ও পণ্যের গুণমান বাড়ানোর ক্ষেত্রে কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কয়লাখনিতে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
28 Aug 2019 09:32 PM (IST)
সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতের অর্থনীতির উন্নতির লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপের কথা জানান।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -