নয়াদিল্লি: ২০২২ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) প্রথম গগনযান অভিযানের পরিকল্পনা করছে। এই অভিযানে কোনও মহিলা মহাকাশচারী থাকার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন এক ইসরো আধিকারিক। তবে ভবিষ্যতে মহিলা মহাকাশচারী পাঠানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।
গগনযান অভিযানে সহযোগিতার জন্য ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত। গত মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা মস্কোয় ইসরোর একটি কেন্দ্র গড়ার বিষয়ে অনুমোদন দিয়েছে। মহাকাশচারী বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরো আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, প্রথম গগনযান অভিযানে তিনজন মহাকাশচারীকে পাঠানো হবে। এখন সশস্ত্রবাহিনী থেকে পাইলট বাছাইয়ের কাজও চলছে। সশস্ত্রবাহিনীতে কোনও মহিলা পাইলট নেই। ফলে প্রথম গগনযান অভিযানে কোনও মহিলাকে যুক্ত করা সম্ভব হচ্ছে না। মহাকাশচারীদের বেছে নেওয়ার পর নভেম্বরে প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানো হবে।
প্রথম গগনযানে মহিলা মহাকাশচারী থাকার সম্ভাবনা নেই, জানিয়ে দিলেন ইসরো আধিকারিক
Web Desk, ABP Ananda
Updated at:
28 Aug 2019 08:06 PM (IST)
গগনযান অভিযানে সহযোগিতার জন্য ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -