নাগরিকত্ব সংশোধনী আইন মহাত্মা গাঁধীর আদর্শের বিরোধী, আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য তারুরের
Web Desk, ABP Ananda | 13 Jan 2020 09:43 AM (IST)
নাগরিকত্ব সংশোধনী আইন এবং জামিয়া ও জেএনইউ-এর পড়ুয়াদের উপর হামলার তীব্র নিন্দা করেন তিনি।
নয়াদিল্লি: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী তারুর। গতকাল রাতে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও যান। নাগরিকত্ব সংশোধনী আইন এবং জামিয়া ও জেএনইউ-এর পড়ুয়াদের উপর হামলার তীব্র নিন্দা করেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে তারুর বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন নীতিগতভাবে ভুল। এই প্রথম ভারতীয় নাগরিকত্বে ধর্মীয় পরীক্ষা যুক্ত করা হয়েছে। এতদিন সব ধর্মের লোকজনই আমাদের দেশের নাগরিক হতে পারতেন। কিন্তু এবার একটি বিশেষ ধর্মের লোকজনকে কোণঠাসা করার জন্য সংসদে বিল পেশ করা হয়। সেই কারণেই আমরা এই বিলের বিরোধিতা করেছি। আমাদের মানবিকতা ও ভারতের পক্ষে দাঁড়াতে হবে। নাগরিকত্ব সংশোধনী আইন মহাত্মা গাঁধীর আদর্শের বিরোধী। মহাত্মা গাঁধী জাতি ও হিন্দু-মুসলিম ঐক্যের জন্য জীবন উৎসর্গ করেন। মহাত্মা গাঁধী যে ভারত দেখতে চেয়েছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইনে ধর্ম যুক্ত হওয়ায় সেই ভারত আর থাকছে না।’ জামিয়ার পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন করে তারুর বলেছেন, ‘গত ১৫ ডিসেম্বর যে ঘটনা ঘটেছে, সেটি দেশের উপর কালো দাগ। কোনওরকম প্ররোচনা ছাড়া, উপাচার্যকে কিছু না জানিয়ে হস্টেলে ঢুকে ছাত্রীদের আক্রমণ করে পুলিশ। পাঠাগারে গিয়ে যে পড়ুয়ারা পড়াশোনা করছিলেন, তাঁদেরও মারধর করে পুলিশ। এটা লজ্জা, কখনও মেনে নেওয়া যায় না।’