নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য নতুন স্লোগান ঠিক করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি এই নতুন স্লোগানের কথা বলেছেন। সেটি হল, ‘অজেয় ভারত, অটল বিজেপি।’ এই স্লোগানের মাধ্যমে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মোদী।



সাংবাদিক বৈঠকে এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী এমন এক ভারত গড়তে চাইছেন, যা কারও বশ্যতা স্বীকার করবে না। বিজেপি নীতির প্রতি দায়বদ্ধ থাকবে।’ বিরোধীদের আক্রমণ করে মোদী বলেছেন, ‘যারা একে অপরের চোখে চোখ রাখে না, তারাই মহাজোট গড়ার কথা ভাবছে। এটা আমাদের কাজের নজির। এই জোটে কোনও ছোট দলও কংগ্রেসের নেতৃত্ব মানতে রাজি নয়। আমি চাই দেশ সমৃদ্ধশালী হোক। তবে ভিত্তি হওয়া উচিত সারল্য।’