দেহ না মিললেও, এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট খুন হয়েছেন, নিশ্চিত পুলিশ
Web Desk, ABP Ananda | 09 Sep 2018 04:51 PM (IST)
মুম্বই: খুনই করা হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস-প্রেসিডেন্ট সিদ্ধার্থ সাঙ্গভিকে (৩৯)। দেহ উদ্ধার না হলেও, এ বিষয়ে নিশ্চিত মুম্বই পুলিশ। ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও একজন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ তদন্তকারীদের। বুধবার বিকেলে মুম্বইয়ে এইচডিএফসি ব্যাঙ্কের দফতর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিলসের বাসিন্দা সিদ্ধার্থ। তিনি গভীর রাতেও বাড়িতে না ফেরায় এন এম জোশী মার্গ থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। গতকাল নভি মুম্বইয়ের কোপারখাইরানে অঞ্চলে একটি বহুতলের পাশ থেকে এই ব্যাঙ্ক আধিকারিকের গাড়ি উদ্ধার হয়। পিছনের আসনে রক্তের দাগ ও একটি ছুরি পাওয়া গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও সিদ্ধার্থর ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।