নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনে দিবাস্বপ্ন দেখা বিরোধীদের সঙ্গে বিজেপি-র লড়াই হবে। আরও বেশি ভোট ও আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘অ্যাপ্রুভাল রেটিং’ ৭০ শতাংশের বেশি। তিনি ২০২২-এর মধ্যে নতুন ভারত গড়ে তুলতে চলেছেন। আজ এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে গৃহীত হওয়া রাজনৈতিক সঙ্কল্প প্রসঙ্গে জাভড়েকর বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন দারিদ্র্য, জাত-পাত, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ে তুলছেন, তখন হতাশ হয়ে পড়া বিরোধীদের একমাত্র অ্যাজেন্ডা হল, মোদীকে আটকাতে হবে। ২০১৯-এ আরও বেশি আসন ও ভোট পেয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। বিরোধীরা দিবাস্বপ্ন দেখছে। ওদের নেতা, নীতি বা কৌশল কিছুই নেই। ওদের শুধু মোদীকে আটকানোর নেতিবাচক অ্যাজেন্ডা আছে। মানুষ নেতিবাচক রাজনীতি পছন্দ করেন না।’
জাভড়েকর আরও বলেছেন, প্রাক্তন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ রাজনৈতিক সঙ্কল্পের প্রস্তাব দেন। এই প্রস্তাবে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরতে হবে। ইউপিএ আমলে প্রায়ই দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ হত। এখন সারা দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছে। মোদীর দূরদর্শিতা ও আবেগ এবং অমিত শাহের সংগঠন গড়ে তোলার জন্য পরিশ্রম প্রশংসনীয়। তাঁদের জুটি দলকে প্রায় ৩৫০ জন সাংসদ ও ১,৫০০ জন বিধায়ক দিয়েছে।’
বিজেপি-র রাজনৈতিক সঙ্কল্পে উন্নয়ন, মাওবাদী কার্যকলাপ রোখা, জিএসটি, আর্থিক বৃদ্ধির কথা বলা হলেও, সরাসরি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কিছু বলা হয়নি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাভড়েকর দাবি করেছেন, সরকার পেট্রোপণ্যের দামের বিষয়ে উপযুক্ত নীতি গ্রহণ করেছে।
বিরোধীরা দিবাস্বপ্ন দেখছে, ২০১৯-এ ক্ষমতায় ফিরবে বিজেপি-ই, দাবি জাভড়েকরের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Sep 2018 06:17 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -