নয়াদিল্লি: কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা অজিত ডোভালকে। আগের জমানায় ২০১৪-র ৩০ মে তাঁকে জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা (এনএসএ) পদে নিযুক্ত করে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদি দ্বিতীয়বার কেন্দ্রে সরকার গঠনের পর ডোভালকে দ্বিতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করে স্বাধীন, পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হল। কেন্দ্রীয় কর্মীনিয়োগ মন্ত্রকের এক আদেশে এ কথা জানানো হয়েছে। তারা বলেছে, ২০১৯ এর ৩১ মে থেকে ৫ বছরের জন্য ডোভালের নিয়োগে সম্মতি দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। তাঁর নিয়োগ হল প্রধানমন্ত্রীর মেয়াদের সঙ্গে সঙ্গতি রেখে। তিনি এই পদে থাকাকালে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন। জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আগের মেয়াদে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসাবে ডোভালকে এই মর্যাদা দেওয়া হচ্ছে।
১৯৬৮ ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার ডোভাল ২০০৫ সালে ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টর পদে অবসর নেন। ঠান্ডা মাথায় নিরাপত্তা সংক্রান্ত কৌশল নির্ধারণে দক্ষতার জন্য পরিচিত ডোভাল একমাত্র পুলিশ অফিসার যিনি কীর্তি চক্র সামরিক মেডেল পেয়েছেন। মিজোরাম, পঞ্জাব, পাকিস্তান, ব্রিটেনে নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
তিনিই প্রথম জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা যাঁর দ্বিতীয়বারের জন্য মেয়াদ বাড়ল। পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার পর বালাকোটে বায়ুসেনার জবাবী হামলা, তার আগে সার্জিক্যাল অভিযানেও বিরাট ভূমিকা ছিল ডোভালের। ৭৩ দিনের ডোকালাম সঙ্কট মোচনে তাঁর ভূমিকাও প্রশংসিত হয়েছিল সরকারি মহলে। ১৯৯৯-এ জঙ্গিরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি-৮১৪ বিমানটি ছিনতাই করে কান্দাহারে নিয়ে যাওয়ার পর বিমানযাত্রীদের নিরাপদ মুক্তির জন্য তাদের সঙ্গে আলোচনায় সরকারের তরফে মুখ্য ভূমিকা ছিল তাঁর।
ফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিযুক্ত, ডোভালকে এবার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jun 2019 03:36 PM (IST)
পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার পর বালাকোটে বায়ুসেনার জবাবী হামলা, তার আগে সার্জিক্যাল অভিযানেও বিরাট ভূমিকা ছিল ডোভালের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -