মুম্বই: প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনা ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন অক্ষয় কুমার।


স্বামী এত বিপুল অঙ্ক অনুদান দিতে চাওয়ায় প্রাথমিকভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্ত্রী টুইঙ্কল খন্না। কারণ, তার জন্য ভাঙাতে হবে সঞ্চিত পুঁজি! যদিও অক্ষয় বদ্ধপরিকর। তাঁর যুক্তি, কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন কপর্দকশূন্য। তবে এখন তাঁর সাধ্য রয়েছে। তাই অসহায় মানুষের পাশে তিনি দাঁড়াবেনই। অভিনেতার উদারতা স্পর্শ করেছে টুইঙ্কলকেও। তিনি সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করে দিয়েছেন, ‘এই মানুষটা আমার গর্বের কারণ।’

শনিবার অক্ষয় ট্যুইট করে তাঁর অনুদানের কথা জানান। বলিউডের ‘খিলাড়ি’ লেখেন, ‘এমন একটা সময় এসেছে যখন মানুষের জীবনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং তার জন্য আমাদের যা কিছু সম্ভব বা সব কিছু করতে হবে। আমি আমার সঞ্চয় থেকে ২৫ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার অঙ্গীকার করছি। আসুন প্রাণ বাঁচাই। জীবন থাকলে জগৎও থাকবে।’



অক্ষয়ের ট্যুইট-ঘোষণার পরই টুইঙ্কল সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এই মানুষটা আমাকে গর্বিত করে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও সব দিক ভেবে কথাটা বলেছে কি না কারণ এটা বিরাট একটা অঙ্ক আর তার জন্য আমাদের সঞ্চিত পুঁজি ভাঙতে হবে। ওর উত্তর ছিল, যখন কেরিয়ার শুরু করেছিলাম কপর্দকশূন্য ছিলাম। আর এখন যখন কিছু করার ক্ষমতা রয়েছে তখন যাদের কিছুই নেই তাদের পাশে না দাঁড়িয়ে মুখ ফিরিয়ে থাকতে পারব না।’



শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে, করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ত্রাণ তহবিল তৈরি করা হচ্ছে। তিনি সমাজের সকল স্তরের মানুষকে দান করার আবেদন জানিয়েছিলেন। তারপরই অক্ষয়ের এই অঙ্গীকার। যা দেখে খিলাড়ি-ভক্তরাও উচ্ছ্বসিত।