নয়াদিল্লি: দিল্লি থেকে কলকাতা, হায়দরাবাদ, আইজলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তৈরি করোনা ভাইরাস পরীক্ষার কিট পৌঁছে দেওয়ার জন্য বিমান চালানো হচ্ছে বলে জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী। তিনি একাধিক ট্যুইট করে জানিয়েছেন, ‘ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতা, আইজল ও হায়দরাবাদে ১.৪ টন আইসিএমআর কিট পাঠানো হয়েছে। মুম্বই থেকে পুণে, বেঙ্গালুরু ও থিরুঅনন্তপুরমে আরও কিট পাঠানো হচ্ছে।’

পুরী আরও জানিয়েছেন, ‘অন্য একটি বিমানের মাধ্যমে দিল্লি থেকে পুণে ও পটনায় আইসিএমআর কিট পাঠানো হচ্ছে। এই দুই শহর থেকে বেসরকারি সংস্থার টেস্টিং কিট দিল্লিতে নিয়ে আসা হবে। সেখানে থেকে ওই কিট পাঠানো হবে আমদাবাদে। অন্য একটি বিমানের মাধ্যমে কলকাতা থেকে ডিব্রুগড়ে আইসিএমআর কিট পাঠানো হচ্ছে।’

ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৯৫৩ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৮৪ জন। দেশজুড়ে লকডাউন চলছে। তবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, ‘আমরা লকডাউনে থাকলেও, ভেঙে পড়িনি। আমাদের আধিকারিক ও কর্মীরা ধৈর্য ও দৃঢ় মানসিকতা নিয়ে টানা কাজ করে চলেছেন। পরীক্ষার জন্য আইসিএমআর কিট যাতে ঠিক সময়ে পৌঁছে যায়, তার জন্য কাজ বিমান যাতায়াত করে চলেছে।’