কলকাতা: আজ অক্ষয় তৃতীয়া। হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। ধর্ম-শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ। পাশাপাশি মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ। এদিন সোনা বা রূপো কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ঘটে।


হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীদের কাছেও অক্ষয় তৃতীয়া বিশেষ এক তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিন ঘিরে অনেক কাহিনী কথিত আছে। যেমন এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। যেমন বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেছিলেন। যেমন এই বিশেষ দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের শুরু হয়েছিল। যেমন এদিনই রাজা ভগীরথ গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। যেমন এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল্য ঈশ্বর্য দান করেছিলেন। কুবেরের এই দিনেই লক্ষ্মীলাভ হয়েছিল বলে বৈভব-লক্ষ্মীর পুজো করা হয়।


এবার দেখে নেওয়া যাক পঞ্জিকা মতে এবারের অক্ষয় তৃতীয়া ঠিক কখন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, তৃতীয়া তিথি আরম্ভ বাংলার ৩০ বৈশাখ, শুক্রবার। ইংরেজির ১৪ মে, শুক্রবার। সময়– সকাল ৫টা ৩৯ মিনিট। তৃতীয়া তিথি শেষ– বাংলা– ৩১ বৈশাখ, শনিবার। ইংরেজি– ১৫ মে, শনিবার। সময়– সকাল ৮টা। অপরদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে তৃতীয়া তিথি আরম্ভ– বাংলা– ২৯ বৈশাখ, বৃহস্পতিবার। ইংরেজি– ১৩ মে, বৃহস্পতিবার। সময়– রাত ৩টে ৩৫ মিনিট ০৫ সেকেন্ড। তৃতীয়া তিথি শেষ– বাংলা– ৩১ বৈশাখ, শনিবার। ইংরেজি– ১৫ মে, শনিবার। সময়– সকাল ৫টা ১৫ মিনিট ৩৯ সেকেন্ড। ৩০ বৈশাখ, ১৪ মে।


সোনা কেনার পাশাপাশি মনে করা হয় এদিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক। এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করা, দানধ্যান করা, গরুকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয়। পুরাণ মতে, অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ এবং সমস্ত ধরণের সুখ লাভ করা যায়। এদিন কোনও দান-পুণ্য করলে তার ফল অক্ষত থাকে।