নয়াদিল্লি: হয় দলের পাকিস্তানির যোগসূত্রের অভিযোগ প্রমাণ করুন, নয়তো ক্ষমা চান। ওমর আবদুল্লার এই চ্যালেঞ্জের পর সুর নরম করলেন বিজেপি নেতা রাম মাধব। গতকাল জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ওমরের দল ন্যাশনাল কনফারেন্সকে (এনসি) তীব্র আক্রমণ করেছিলেন তিনি। পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি), এনসি ও কংগ্রেসের জোট করে সরকার গঠনের উদ্যোগ ভেস্তে দিতে গতকাল রাজ্য বিধানসভা ভেঙেও দেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রাম মাধব দাবি করেন, ওই তিন দল গত মাসের স্থানীয় পুরসভা নির্বাচন বয়কট করেছিল সীমান্তের ওপার থেকে সেরকম নির্দেশ ছিল বলেই। সম্ভবত ওপারের নতুন কোনও নির্দেশ পেয়েই ওরা একজোট হয়ে সরকার গড়তে চাইছে। এতেই রাজ্যপাল বাধ্য হয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। বিজেপি শীর্ষনেতার এই দাবিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে ওমর ট্যুইট করেন, আজেবাজে অভিযোগ না করে প্রমাণ করুন। আপনাকে চ্যালেঞ্জ রইল, প্রমাণ থাকলে দিন। র, এনআইএ, আইবি আপনার হাতে (সিবিআই-ও আপনার তোতা)। তাই প্রকাশ্যে তথ্যপ্রমাণ হাজির করার সাহস থাকা উচিত। হয় অভিযোগ প্রমাণ করুন, নয়তো ক্ষমা চাওয়ার মতো বুকের পাটা দেখান। যা খুশি বলে হাওয়া গরম করার রাজনীতি করবেন না।




এরপরই রাম মাধব নিজের অভিযোগের সমর্থনে সাফাই দিয়ে বলেন, নিজের লাগাম টেনে রাখুন ওমর আবদুল্লা। আপনার দেশপ্রেম নিয়ে আদৌ প্রশ্ন করছি না। কিন্তু এনসি, পিডিপির এই হঠাত্ প্রেম, সরকার গড়তে উঠেপড়ে লাগা দেখে অনেক প্রশ্ন উঠছে। আপনাকে আঘাত করতে চাই না।




তবে এরপরও অনড় মনোভাব দেখিয়ে ওমর ট্যুইট করেন, না, মজা-মস্করা করার ব্যর্থ চেষ্টায় লাভ হবে না। আপনি বলতে পারেন, আমার দল পাকিস্তানের ইশারায় চলে। আমি আপনাকে প্রমাণ দিতে বলছি। এনসি নির্বাচন বয়কট করেছে পাকিস্তানের কথায়, জনসমক্ষে তার প্রমাণ দিন। আপনি, আপনার সরকারের কাছে আমার প্রকাশ্যে চ্যালেঞ্জ রইল।
রাম মাধব অবশ্য সংঘাতের সুর কমানোর ইঙ্গিত দিয়ে আবার ট্যুইট করেন, আপনি বাইরের চাপের কথা অস্বীকার করছেন। আমি মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন, এনসি ও পিডিপি-র মধ্যে সত্যিই প্রেম হয়েছে যারই পরিণতি ব্যর্থ সরকার গঠনের এই প্রয়াস। আপনাদের পরের নির্বাচনগুলি একসঙ্গে লড়া উচিত। এটা ব্যক্তিগত নয়, রাজনৈতিক মন্তব্য। ট্যুইটে হাসির ইমোজিও জুড়ে দেন তিনি।
শ্রীনগরে সাংবাদিক বৈঠক ডেকেও রাম মাধবের ক্ষমা চাওয়ার দাবির পুনরাবৃত্তি করে ওমর বলেন, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এনসি কর্মীদের বলিদান খাটো করা যাবে না। ওনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।