এরপরই রাম মাধব নিজের অভিযোগের সমর্থনে সাফাই দিয়ে বলেন, নিজের লাগাম টেনে রাখুন ওমর আবদুল্লা। আপনার দেশপ্রেম নিয়ে আদৌ প্রশ্ন করছি না। কিন্তু এনসি, পিডিপির এই হঠাত্ প্রেম, সরকার গড়তে উঠেপড়ে লাগা দেখে অনেক প্রশ্ন উঠছে। আপনাকে আঘাত করতে চাই না।
তবে এরপরও অনড় মনোভাব দেখিয়ে ওমর ট্যুইট করেন, না, মজা-মস্করা করার ব্যর্থ চেষ্টায় লাভ হবে না। আপনি বলতে পারেন, আমার দল পাকিস্তানের ইশারায় চলে। আমি আপনাকে প্রমাণ দিতে বলছি। এনসি নির্বাচন বয়কট করেছে পাকিস্তানের কথায়, জনসমক্ষে তার প্রমাণ দিন। আপনি, আপনার সরকারের কাছে আমার প্রকাশ্যে চ্যালেঞ্জ রইল।
রাম মাধব অবশ্য সংঘাতের সুর কমানোর ইঙ্গিত দিয়ে আবার ট্যুইট করেন, আপনি বাইরের চাপের কথা অস্বীকার করছেন। আমি মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। কিন্তু আপনি প্রমাণ করে দিলেন, এনসি ও পিডিপি-র মধ্যে সত্যিই প্রেম হয়েছে যারই পরিণতি ব্যর্থ সরকার গঠনের এই প্রয়াস। আপনাদের পরের নির্বাচনগুলি একসঙ্গে লড়া উচিত। এটা ব্যক্তিগত নয়, রাজনৈতিক মন্তব্য। ট্যুইটে হাসির ইমোজিও জুড়ে দেন তিনি।
শ্রীনগরে সাংবাদিক বৈঠক ডেকেও রাম মাধবের ক্ষমা চাওয়ার দাবির পুনরাবৃত্তি করে ওমর বলেন, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এনসি কর্মীদের বলিদান খাটো করা যাবে না। ওনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।