জানলার বাইরে নাকি ভিনগ্রহী বস্তু! সটান ই-মেল প্রধানমন্ত্রীর দফতরে
Web Desk, ABP Ananda | 28 Dec 2018 03:13 PM (IST)
পুণে: জানলার বাইরে নাকি তিনি এক ভিনগ্রহী বস্তুর দর্শন পেয়েছেন। আর তা দেখে তিনি সোজা চিঠি লিখে বসেছেন প্রধানমন্ত্রীর দফতরে। তার জেরে নাকানিচোবানি খেতে হল পুণে পুলিশকে।পুলিশ সূত্রের খবর, ৪৭ বছরের ওই ব্যক্তি আসলে মানসিক অসুখে ভুগছেন। পুণে কোথরুদ অঞ্চলের বাসিন্দা ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর অফিসে ই-মেল করে জানান, তাঁর বাড়ির বাইরে এক ভিনগ্রহী বস্তুর দেখা পেয়েছেন বলে। সেখান থেকে ওই চিঠি পাঠিয়ে দেওয়া হয় মহারাষ্ট্র পুলিশের কাছে। তার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়। পুলিশ কিছুদিন আগে ওই ব্যক্তির পরিচয় খুঁজে বার করেছে। জানা গেছে, বছর কয়েক আগে মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ায় মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। গাছের ফাঁকে আলো দেখে তিনি ভাবতে শুরু করেন, অন্য কোনও গ্রহের বস্তু থেকে ওই আলো আসছে। আর সেই আলো মারফত এই গ্রহের খবরাখবর তাদের নিজেদের গ্রহে পাঠানো হচ্ছে। সেই আশঙ্কার কথাই প্রধানমন্ত্রীর দফতরের নজরে আনার চেষ্টা করেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, তাঁর এই কাণ্ড-কারখানার কথা বাড়ির লোকেরাও জানে না।