নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া চারজনের সামনে আর কোনও আইনি পথ খোলা নেই। তারা এখন শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করতে পারে। আজ তাদের এ কথা জানিয়ে দিল তিহাড় জেল কর্তৃপক্ষ। দোষী সাব্যস্ত হওয়া মুকেশ, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর যদি সাতদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা না করে, তাহলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু করবে জেল কর্তৃপক্ষ।
আজ তিহাড় জেলের ডিরেক্টর জেনারেল সন্দীপ গোয়েল এক নোটিস দিয়ে নির্ভয়াকাণ্ডে দোষীদের জানিয়েছেন, ‘আপনারা যদি এখনও পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির কাছে ক্ষমা করে দেওয়ার আবেদন না জানিয়ে থাকেন এবং সেই আবেদন জানাতে চান, তাহলে এই নোটিস পাওয়ার সাতদিনের মধ্যে জেল কর্তৃপক্ষের মাধ্যমে মৃত্যুদণ্ড রদ করার আর্জি জানাতে পারেন। সেটা না হলে ধরে নেওয়া হবে, আপনারা ক্ষমাপ্রার্থনা করতে চাইছেন না। সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষ আইনানুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’
নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত হওয়া তিনজন রয়েছে তিহাড় জেলে। একজন বন্দি মন্দোলি জেলে। এই মামলায় অভিযুক্ত রাম সিংহ জেলেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। অপর এক অভিযুক্ত নাবালক হওয়ায় তিন বছরের কারাদণ্ড ভোগ করেই ছাড়া পেয়ে যায়। বাকি চারজনের মৃত্যুদণ্ড হয়েছে।
কোনও আইনি পথ খোলা নেই, শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করা যেতে পারে, নির্ভয়াকাণ্ডে দোষীদের জানিয়ে দিল তিহাড় জেল কর্তৃপক্ষ
Web Desk, ABP Ananda
Updated at:
31 Oct 2019 07:52 PM (IST)
দোষী সাব্যস্ত হওয়া মুকেশ, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর যদি সাতদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা না করে, তাহলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু করবে জেল কর্তৃপক্ষ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -