কেরলের সব দলের প্রতিনিধি দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, বন্যাবিধ্বস্ত রাজ্যের জন্য চাইলেন আরও অর্থ সাহায্য
ABP Ananda, Web Desk | 30 Aug 2018 02:32 PM (IST)
নয়াদিল্লি: বন্যাবিধ্বস্ত কেরলের জন্য আরও অর্থ সাহায্য চেয়ে কেন্দ্রের দ্বারস্থ কেরল। সব কটি দলের প্রতিনিধি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে অর্থ সাহায্য বাড়ানোর আবেদন করেছেন, পাশাপাশি দাবি করেছেন, বিদেশি সহযোগিতা এলে তা গ্রহণের ছাড়পত্র দিতে হবে। রাজনাথের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস, সিপিএম, আরএসপি, কেরল কংগ্রেস (মণি) ও এক নির্দল মিলিয়ে মোট ১১ জন সাংসদ। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন তাঁরা। জানান, রাজ্যকে নতুন করে গড়ে তুলতে তাঁদের আরও অর্থ জরুরি। তাই বিদেশি সাহায্য গ্রহণের বাধানিষেধ তুলে দেওয়া প্রয়োজন। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও কেরলের বরিষ্ঠ কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিষয়টি আলোচনা করবেন তিনি। তবে কেরলের নাগরিক, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী আলফন্স কান্নানথানমের সঙ্গে তাঁদের দেখা হয়নি, মন্ত্রী এখন চিনে রয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কেরলকে ইতিমধ্যেই ৬০০ কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ইতিমধ্যেই সরেজমিনে খতিয়ে দেখেছেন বন্যা পরবর্তী অবস্থা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বন্যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০,০০০ কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, পরিমাণটা আরও বাড়তে পারে। ৮ অগাস্ট থেকে শুরু হওয়া এই বন্যায় মৃতের সংখ্যা ৪৮৩, বন্যার জেরে কার্যত ধ্বংসের মুখে এসে দাঁড়ায় গোটা রাজ্য।