নয়াদিল্লি: অলোক বর্মা ও রাকেশ আস্থানা যথাক্রমে সিবিআই ডিরেক্টর ও স্পেশাল ডিরেক্টরই আছেন। আজ এমনই জানালেন সিবিআই-এর মুখপাত্র অভিষেক দয়াল। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এম নাগেশ্বর রাওকে অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।


বর্মা ও আস্থানার ক্ষমতা কেড়ে নিয়ে তাঁদের ছুটিতে পাঠানো হয়েছে। সিবিআই-এর ৫৫ বছরের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বর্মা। তাঁর দাবি, স্বশাসিত ও স্বাধীন সংস্থা সিবিআই-এর কাজকর্মে হস্তক্ষেপ করছে সরকার। কেন্দ্রের অবশ্য দাবি, সিভিসি-র সুপারিশেই বর্মা ও আস্থানাকে ছুটিতে পাঠানো হয়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টে বর্মার আবেদনের শুনানি হওয়ার কথা। তাঁর হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ।