নয়াদিল্লি: অলোক বর্মা ও রাকেশ আস্থানা যথাক্রমে সিবিআই ডিরেক্টর ও স্পেশাল ডিরেক্টরই আছেন। আজ এমনই জানালেন সিবিআই-এর মুখপাত্র অভিষেক দয়াল। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (সিভিসি) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এম নাগেশ্বর রাওকে অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।
বর্মা ও আস্থানার ক্ষমতা কেড়ে নিয়ে তাঁদের ছুটিতে পাঠানো হয়েছে। সিবিআই-এর ৫৫ বছরের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বর্মা। তাঁর দাবি, স্বশাসিত ও স্বাধীন সংস্থা সিবিআই-এর কাজকর্মে হস্তক্ষেপ করছে সরকার। কেন্দ্রের অবশ্য দাবি, সিভিসি-র সুপারিশেই বর্মা ও আস্থানাকে ছুটিতে পাঠানো হয়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টে বর্মার আবেদনের শুনানি হওয়ার কথা। তাঁর হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ।
অলোক বর্মা, রাকেশ আস্থানা এখনও নিজেদের পদেই আছেন, জানাল সিবিআই
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2018 08:12 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -