স্ত্রীকে অভিনন্দন জানিয়ে বঢরার ট্যুইট: 'অভিনন্দন পি..জীবনের প্রতিটি পর্যায়ে সর্বদা তোমার পাশে'।
রাজনীতিতে প্রিয়ঙ্কার আনুষ্ঠানিক যোগদানে তাঁর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, কংগ্রেস এখন এক আদর্শগত সংগ্রামে নিয়োজিত এবং উত্তরপ্রদেশ বা দেশের অন্য কোনও রাজ্যে পিছিয়ে থাকবে না কংগ্রেস।
রাহুল বলেছেন, প্রিয়ঙ্কা খুবই যোগ্য এবং তাঁর রাজনীতিতে যোগদানে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। আমি প্রিয়ঙ্কা ও জ্যোতিরাদিত্যকে কংগ্রেসের আর্দশ প্রচারের দায়িত্ব দিয়েছি। উত্তরপ্রদেশের প্রাপ্য গুরুত্ব পাওয়া উচিত।
একটা সময় ১৯৮০-র দশকের মাঝামাঝি পর্যন্ত উত্তরপ্রদেশ ছিল কংগ্রেসের দূর্গ। সেই উত্তরপ্রদেশের দলের দায়িত্ব ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রিয়ঙ্কা গ্রহণ করবেন।
উত্তরপ্রদেশে কংগ্রেসের শক্তি এখন নিতান্তই নগন্য। এর পরিপ্রেক্ষিতে প্রিয়ঙ্কার নিযুক্তিকে কংগ্রেসের মাস্টারস্ট্রোক হিসেবেই দেখা হচ্ছে। প্রিয়ঙ্কার যোগদানে রাজ্যে দলের কর্মীদের মনোবল বাড়বে বলেই মনে করা হচ্ছে।
গত ১২ জানুয়ারি ৪৭ বছরে পা দিয়েছেন প্রিয়ঙ্কা। হিন্দিবলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি তাঁর দাদা তথা কংগ্রেস সভাপতি রাহুলকে সাহায্য করবেন।