চণ্ডীগড়: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার বদলা নেওয়ার ডাক দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। তাঁর দাবি, ভারতের একজন সেনা জওয়ানের মৃত্যুর বদলা হিসেবে পাকিস্তানের দু’জনকে মারতে হবে। পাকিস্তানের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী ইমরান খানকেও আক্রমণ করেছেন অমরিন্দর।
পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের ৪১ জনের মৃত্যুর বদলা হিসেবে ওদের ৮২ জনকে মারতে হবে। ভারত এখনই বদলা চায়। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত চাই। সামরিক, কূটনৈতিক বা আর্থিক, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কী করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র, তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কেউ কাউকে যুদ্ধে যেতে বলছে না, তবে সেনা জওয়ানদের মৃত্যুর বিষয়টি রসিকতা নয়। কিছু করতেই হবে। আমি হতাশ, সারা দেশ হতাশ।’
পঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে যা পদক্ষেপ করা প্রয়োজন, সেটা করুক ভারত সরকার। আমরা সেটাকে সমর্থন করব। পাকিস্তান শুধু পরমাণু অস্ত্র আছে বলে ভারতকে হুমকি দিতে পারে না। আমাদের হাতেও পরমাণু অস্ত্র আছে। পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া সত্ত্বেও ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম। পাক মদতপুষ্ট জঙ্গিরা যদি আমাদের সেনা জওয়ানদের মারে, তাহলে আমাদের কিছু করতেই হবে।’
ভারতের একজন সেনার মৃত্যুর বদলা হিসেবে পাকিস্তানের দু’জনকে মারতে হবে, দাবি অমরিন্দর সিংহের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Feb 2019 09:00 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -