ওয়াশিংটন: করোনার ভারতের ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত বিশ্ব। খোদ এই কোভিড স্ট্রেইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও আমেরিকার দাবি, তাদের ভ্যাকসিনে 'কাবু হয়' ভারতের ভ্যারিয়েন্ট।


গত বছর করোনার এই ভ্যারিয়েন্ট নিয়ে ভারতকে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। ফের ভারতের কোভিড ভ্যারিয়েন্ট B.1.617 নিয়ে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, শুধু ভারতেই নয়, এই ভ্যারিয়েন্ট এখন বিশ্বের মাথাব্যাথার কারণ।


যদিও আমেরিকার দাবি, তাদের ভ্যাকসিনে ধ্বংস হয় ভারতের কোভিড ভ্যারিয়েন্ট। সম্প্রতি এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টের চিফ মেডিক্যাল অফিসার অ্যান্টনি ফসি। তিনি বলেন, ''আমেরিকায় যে ভ্যাকসিনগুলি দেওয়া হচ্ছে তা করোনার ভারতীয় ভ্যারিয়েন্টকে বাগে আনতে করতে সক্ষম। এই ভ্যাকসিনগুলি ভারতের ভ্যারিয়েন্ট থেকে সম্ভবত মানুষকে সুরক্ষা দেবে।'' 


ভারতের কোভিড ভ্যারিয়েন্ট নিয়ে সাম্প্রতিক গবেষণাও তুলে ধরেন 'ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস' (NIAID)ডিরেক্টর। তিনি বলেন, '' B1618 ও B617 দুই ভ্যারিয়েন্টকে ভারতেই প্রথম দেখা যায়। তবে ভ্যাকসিন নেওয়ার পর ২.৫ ফোল্ড টাইটার টেস্টে সেই ভ্যারিয়েন্ট ধ্বংস হয়ে যায়। গত কয়েকদিন ধরে অনবরত গবেষণার ফলেই এই বিজ্ঞানভিত্তিক রিপোর্ট সামনে এসেছে। তাই কেন সবার ভ্যাকসিন নেওয়াটা জরুরি তা পরিষ্কার হয়ে গেছে।''


অ্যান্থনি ফসির মতো একই কথা শোনা যায় হোয়াইট হাউজের কোভিড-১৯ সিনিয়র অ্যাডভাইজর অ্যান্ডি স্ল্যাভিটের মুখে। তিনি বলেন, ''আমেরিকায় কোভিডের বিরুদ্ধে অভিযানে যা ভ্যাকসিন রয়েছে, তা ভারতের ভ্যারিয়েন্টের ওপর কার্যকরী। আমাদের কাছে ভ্যাকসিন নেওয়ার সুযোগ রয়েছে। এরকম ভাবার কোনও কারণ নেই যে এই ভ্যারিয়েন্ট আমাদের ক্ষতি করতে পারবে না। অন্যান্য দেশে ভারতের ভ্যারিয়েন্ট যা ক্ষতি করছে সেই বিষয়টা একবার ভাবতে হবে। ''


স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের করোনা ট্যালি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ৩৩০। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যু হয়েছিল ৪,৩২৯ জনের।