নয়াদিল্লি: কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করার পরেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের কড়া আক্রমণের মুখে পড়লেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর ট্যুইট, ‘জাতীয় সঙ্কটের সময় বিজেপি-র সঙ্গে হাত মেলানো আত্মকেন্দ্রিক রাজনৈতিক উচ্চাকাঙ্খা। বিশেষ করে যখন বিজেপি দেশের অর্থনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সামাজিক কাঠামো এবং বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। মিস্টার সিন্ধিয়া মানুষের আস্থা ও আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই ধরনের লোকেরা প্রমাণ করে দেন, তাঁরা ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। তাঁরা যত তাড়াতাড়ি চলে যাবেন ততই ভাল।’

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান জ্যোতিরাদিত্য। এরপর তিনি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। আজই তিনি বিজেপি-তে যোগ দেবেন বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত আজ বিজেপি-তে যোগ দেননি মধ্যপ্রদেশের এই নেতা। তিনি আগামীকাল আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

মধ্যপ্রদেশের মতোই রাজস্থানেও সঙ্কটে পড়তে পারে কংগ্রেস সরকার। কারণ, সচিন পাইলটের সঙ্গে গহলৌতের সম্পর্ক বিশেষ ভাল নয়। তাঁদের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। লোকসভা নির্বাচনে রাজস্থান থেকে কংগ্রেস একটিও আসন না পাওয়ার পর পারস্পরিক দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। জ্যোতিরাদিত্য কংগ্রেস ছাড়ার পর এবার সবার নজর রাজস্থানের দিকে।