নয়াদিল্লি: সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। করোনা ভাইরাস মোকাবিলায় এবার কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা করলেন অমিত শাহ। গতকাল তিনি নর্থ ব্লকে নিজের দফতরে প্রায় পাঁচ ঘণ্টা ছিলেন। স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সহ শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।


আধিকারিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিতভাবে জানা যায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, চতুর্থ দফার লকডাউনের বিধি চূড়ান্ত করার কাজ চলছে। প্রথম তিন দফার লকডাউনে জরুরি পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া বাকি সবকিছুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে চতুর্থ দফার লকডাউনে অনেককিছুতেই ছাড় দেওয়া হবে। রাজ্য সরকারগুলি যে প্রস্তাব ও পরামর্শ দিয়েছে, সেগুলি নিয়েই এখন আলোচনা চলছে। ট্রেন চলাচল যেমন শুরু হয়েছে, তেমনই কিছুদিন পর থেকেই উড়ানও চালু হবে। কোন অঞ্চলে করোনার প্রকোপ বেশি, সেটি চিহ্নিত করার স্বাধীনতা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতিতে পঞ্চমবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। এরপর তিনি ফের জাতির উদ্দেশে ভাষণ দেন। সেই ভাষণেই তিনি জানান, চতুর্থ দফার লকডাউন জারি করা হবে। তবে আগের তিন দফার চেয়ে এবারের লকডাউন অন্যরকম হবে। সে বিষয়েই এখন ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রক। কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। তবে যান চলাচল শুরু হতে পারে, নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রেও কাজ শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।