কলকাতা: 'মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে ভাববেন না। আমাদের লক্ষ্য সোনার বাংলা এবং পরম বৈভবশালী ভারত গড়ে তোলা। '
শুক্রবারের বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে অমিত শাহর স্পষ্ট বার্তা । কিন্তু রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অন্দরে নানা নামের জল্পনা। তবে এই অনুমান-তালিকার সহ থেকে উপরে উঠে আসছে দুটি নাম। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশ্নটি সোজাসুজিই রাখা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দু দিনের বঙ্গসফর শেষে অমিত শাহ বললেন, দুটি নাম বলছেন কেন, তালিকা অনেক লম্বা। অনেকের সঙ্গেই নিয়মিত কথা চলছেই।

এরপরই তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি ব্যাঙ্গের সুরে বলেন, '২১ শের ভোটে জেতাটা তো অলীক কল্পনা! তারপর হয়ত উনি টস করে ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী।'

বছর ঘুরলে বঙ্গে বিধানসভা ভোট। উৎসবের মরসুম পেরোলেই, প্রস্তুতি শুরু করে দেবে বিজেপি। শুক্রবার সাংগঠনিক বৈঠক থেকে তার দিকনির্দেশ করে দিলেন অমিত শাহ। সূত্রের দাবি, অমিত শাহ এদিন বলেন, CAA নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বিজেপি যা প্রতিশ্রুতি দেয়, করে দেখায়।

এ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির মুখ কে? তা নিয়ে নানা জল্পনা চলছে বিভিন্ন মহলে। সূত্রের দাবি, এই প্রেক্ষাপটে শুক্রবারের বৈঠকে দলীয় কর্মীদের উদ্দেশে অমিত শাহ বার্তা দেন, মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে ভাববেন না। আমাদের লক্ষ্য সোনার বাংলা এবং পরমবৈভবশালী ভারত গড়ে তোলা। বিধানসভা ভোটের প্রস্তুতিতে বুথভিত্তিক কর্মসূচির ওপর জোর দিয়েছেন অমিত শাহ। সূত্রের দাবি, সাংগঠনিক বৈঠকে তিনি বলেন, বুথগুলোতে জোর দিতে হবে। বিজেপির বিভিন্ন মোর্চার তরফে বিধানসভা ভিত্তিক কর্মসূচি নিতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ব্লকেও কর্মসূচি রাখতে হবে।

দলকে শক্তিশালী করতে অন্য দল থেকে দক্ষ সংগঠকদের জন্য দরজা খুলে রাখারও নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের দাবি, তিনি বলেন, সিপিএম-কংগ্রেস-তৃণমূল থেকে যারা আসতে চায়, ভোট বোঝে, আনতে হবে।