দিল্লি  হিংসা নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখলেন অমিত শাহ। বললেন, ‘ফেব্রুয়ারি মাসে দিল্লি হিংসার জন্য বিদেশ থেকে টাকা এসেছিল। আগেই তদন্তকারী সংস্থা  জানিয়েছিল সে কথা। তার ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারির আগেই ৫২ জন গ্রেফতার হয়েছিল।’
হিংসায় মদতদাতাদের গ্রেফতার করা হবে, বলেও আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এক ঝলকে নজর রাখব অমিত শাহর বক্তব্যে –

  • হোলি ছিল, সেইজন্যই ১১ ও ১২ মার্চ আলোচনা দিন রাখা হয়েছিল।

  • জাতিধর্ম নির্বিশেষে দোষীদের শাস্তি হবে। কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি হিংসা নিয়ে ৭০০-র বেশি এফআইআর দায়ের হয়েছে। ২৬৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

  • দিল্লি হিংসা নিয়ে ভিডিও ক্লিপগুলির স্ক্রুটিনি করছে দিল্লি পুলিশ। দিল্লি হিংসায় যারা যুক্ত, তাঁদের কঠোরতম সাজা হোক। ১৯২২ জনকে চিহ্নিত করা হয়েছে। দিল্লি হিংসার সময় ঘটনাস্থলে দেখা গেছে ১৯২২ জনকে।

  • দিল্লি হিংসা নিয়ে তিনটি এসআইটি গঠন করা হয়েছে। যাঁরা অভিযুক্ত তাদের গ্রেফতারের জন্য ৪০টি তদন্তকারী দল গঠন করা হয়েছে।

  • ২৪ ফেব্রুয়ারির আগে খবর এসেছিল, দিল্লিতে বিদেশ থেকে টাকা এসেছিল। দিল্লি হিংসার জন্য বিদেশ থেকে টাকা এসেছিল।

  • ২৪ ফেব্রুয়ারির আগেই তদন্তকারী সংস্থা আগাম জানিয়েছিল। আগেই ৫২ জন গ্রেফতার হয়েছিল।

  • হিংসায় কাদের মদত, কাদের আর্থিক জোগান ? হিংসায় মদতদাতাদের গ্রেফতার করা হবে।

  • দিল্লি হিংসায় দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। যে ব্যক্তির ছুরির আঘাতে পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে।

  • যাঁরা পাথর ছুড়েছিল তাঁদেরকেও গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ সীমানা-ঘেঁষা এলাকায় হিংসার ঘটনা ঘটেছে। দিল্লি হিংসায় ৫০ জনের মৃত্যু হয়েছে।

  • দিল্লির শুধুমাত্র ৪ শতাংশ এলাকায় হিংসা হয়েছে। হিংসা ছড়াতে দেয়নি দিল্লি পুলিশ।

  • দিল্লি হিংসা ৩৬ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণ করেছে দিল্লি পুলিশ।