এডিআর সূত্রে আরও খবর, ২০১৭-১৮ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির ২০,০০০ টাকা বা তার বেশি অর্থ অনুদান পাওয়ার ঘোষিত হিসেব হল ৪৬৯.৮৯ কোটি টাকা। এর মধ্যে বিজেপি পেয়েছে ৪৩৭.০৪ কোটি টাকা। কংগ্রেস পেয়েছে ২৬.৬৫ কোটি টাকা। জাতীয় দলগুলির মোট প্রাপ্ত অনুদানের ৯০ শতাংশই দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। ১০ শতাংশ অর্থ দিয়েছেন বিভিন্ন ব্যক্তি। কর্পোরেট ও বাণিজ্যিক সংস্থাগুলি বিজেপি-কে ৪০০.২৩ কোটি টাকা দিয়েছে। কংগ্রেস পেয়েছে ১৯.২৯ কোটি টাকা। জাতীয় দলগুলির মধ্যে একমাত্র বহুজন সমাজ পার্টি জানিয়েছে, তারা ২০,০০০ টাকা বা তার বেশি কোনও অনুদান পায়নি।
কংগ্রেস সহ সব জাতীয় দলের প্রাপ্ত মোট অনুদানের তুলনায় ১২ গুণ বেশি পেয়েছে বিজেপি, জানাল এডিআর
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jan 2019 08:32 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: কংগ্রেস, এনসিপি, সিপিআই, সিপিএম, তৃণমূল কংগ্রেসের মতো জাতীয় দলগুলি গত অর্থবর্ষে মোট যত অনুদান পেয়েছে, তার তুলনায় ১২ গুণ বেশি পেয়েছে বিজেপি। কেন্দ্রের শাসক দলের প্রাপ্ত অনুদানের পরিমাণ এর আগের অর্থবর্ষের তুলনায় ৪৩৭ কোটি টাকা বেশি। আজ এমনই জানাল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। এই সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি ও কংগ্রেসকে মোট ১৬৪.৩০ কোটি টাকা অনুদান দিয়েছে প্রুডেন্ট ইলেকটোরাল ট্রাস্ট। এর মধ্যে বিজেপি পেয়েছে ১৫৪.৩০ কোটি টাকা। এই অর্থ বিজেপি-র পাওয়া মোট অনুদানের ৩৫ শতাংশ। কংগ্রেস যে ১০ কোটি টাকা পেয়েছে, সেটি এই দলের মোট প্রাপ্ত অনুদানের ৩৮ শতাংশ।
এডিআর সূত্রে আরও খবর, ২০১৭-১৮ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির ২০,০০০ টাকা বা তার বেশি অর্থ অনুদান পাওয়ার ঘোষিত হিসেব হল ৪৬৯.৮৯ কোটি টাকা। এর মধ্যে বিজেপি পেয়েছে ৪৩৭.০৪ কোটি টাকা। কংগ্রেস পেয়েছে ২৬.৬৫ কোটি টাকা। জাতীয় দলগুলির মোট প্রাপ্ত অনুদানের ৯০ শতাংশই দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। ১০ শতাংশ অর্থ দিয়েছেন বিভিন্ন ব্যক্তি। কর্পোরেট ও বাণিজ্যিক সংস্থাগুলি বিজেপি-কে ৪০০.২৩ কোটি টাকা দিয়েছে। কংগ্রেস পেয়েছে ১৯.২৯ কোটি টাকা। জাতীয় দলগুলির মধ্যে একমাত্র বহুজন সমাজ পার্টি জানিয়েছে, তারা ২০,০০০ টাকা বা তার বেশি কোনও অনুদান পায়নি।
এডিআর সূত্রে আরও খবর, ২০১৭-১৮ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির ২০,০০০ টাকা বা তার বেশি অর্থ অনুদান পাওয়ার ঘোষিত হিসেব হল ৪৬৯.৮৯ কোটি টাকা। এর মধ্যে বিজেপি পেয়েছে ৪৩৭.০৪ কোটি টাকা। কংগ্রেস পেয়েছে ২৬.৬৫ কোটি টাকা। জাতীয় দলগুলির মোট প্রাপ্ত অনুদানের ৯০ শতাংশই দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। ১০ শতাংশ অর্থ দিয়েছেন বিভিন্ন ব্যক্তি। কর্পোরেট ও বাণিজ্যিক সংস্থাগুলি বিজেপি-কে ৪০০.২৩ কোটি টাকা দিয়েছে। কংগ্রেস পেয়েছে ১৯.২৯ কোটি টাকা। জাতীয় দলগুলির মধ্যে একমাত্র বহুজন সমাজ পার্টি জানিয়েছে, তারা ২০,০০০ টাকা বা তার বেশি কোনও অনুদান পায়নি।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -