আধার সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়া যেতে পারে বা ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়েও আপডেট করা যেতে পারে। কারও নাম, বাড়ির ঠিকানা বা জন্মতারিখ সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার জন্য নথি জমা দিতে হবে। পরিচয়পত্র হিসেবে ৩২টি নথি প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। বাড়ির ঠিকানার প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে ৪৫টি নথি। জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে ১৫টি নথি। এগুলির মধ্যে যে কোনও একটি নথি জমা দিলেই চলবে।
ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়ে যদি কোনও তথ্য আপডেট না করা যায়, তাহলে আধার সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। তবে আধারের তথ্য সংশোধন বা আপডেট বারবার করা যাবে না। এ বিষয়ে ইউআইডিএআই-এর নিষেধাজ্ঞা রয়েছে। তাই তথ্য আপডেট বা সংশোধনের সময় সতর্ক থাকা জরুরি।