নয়াদিল্লি: পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খানকে ব্যাট উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া ইমরানের সঙ্গে দেখা করে তাঁকে মোদীর হয়ে ওই ব্যাট উপহার দেন।
এদিন, বাসারিয়া সহ ভারতীয় হাই কমিশনের অন্যান্য শীর্ষস্থানীয় আধিকারিক পাকিস্তান তেহরিক-ই-ইসাফ প্রধানকে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর দলের সাফল্যের জন্য অভিনন্দন জানান। প্রসঙ্গত, ইমরান খানের নেতৃত্বাধীন দল গত ২৬ জুলাইয়ের নির্বাচনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১১৬টি আসন জিতেছে।


https://twitter.com/IndiainPakistan/status/1027891406734544897

এর আগে, ইমরান খানকে ফোনে নিজে অভিনন্দন জানিয়ে মোদী আশা প্রকাশ করেন, পাকিস্তানে গণতন্ত্রের শিকড় এবার মজবুত হবে।
ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়েছে, এদিন ইমরান খানকে যে ব্যাট উপহার দেওয়া হয়, তাতে গোটা ভারতীয় ক্রিকেট দলের স্বাক্ষর রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে এদিন পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন বিসারিয়া।
শুক্রবার, সেনেটর ফয়জল জাভেদ জানান, আগামী ১৮ তারিখ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, নভজ্যোৎ সিংহ সিধু এবং সুনীল গাওস্কর।