হাওড়া: শিবপুর বোটানিক গার্ডেন জুড়ে সুপার সাইক্লোন উমপুনের ধ্বংসলীলার ছবি। লন্ডভন্ড এশিয়ার অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। ক্ষতিগ্রস্ত প্রাচীন বট গাছের পুরনো অংশ। পরিস্থিতি সামাল দিতে সময় লাগবে, জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।


বুধবার উমপুনের তাণ্ডবে উপড়ে পড়েছে কলকাতার প্রায় সাড়ে ৫ হাজার গাছ...। সুপার সাইক্লোন আঘাত হেনেছে হাওড়ার শিবপুরের জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বট্যানিক গার্ডেনেও। সেখানেও উপড়ে গিয়েছে একাধিক গাছ! ভেঙে পড়েছে বহু মহীরূহ! যেদিকেই চোখ যায়, সেদিকেই বিধ্বস্ত গাছের সারি! যে ‘গ্রেট ব্যানিয়ান ট্রি’র জন্য এই উদ্যানের সুখ্যাতি বিশ্বজোড়া, উমপুন ছেড়ে কথা বলেনি বিশ্বের সবথেকে বড় সেই বট গাছকেও।


গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম রয়েছে এই বটগাছের। যা ছড়িয়ে রয়েছে কয়েকশো মিটার এলাকাজুড়ে। সেই প্রাচীন বটের গায়েই উমপুনের ক্ষত। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বট গাছের বড় বড় কাণ্ড। গাছের পুরনো অংশের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।


শিবপুর বোটানিক গার্ডেনের এক কর্মীর কথায়, “এমন ঝড় কখনও হয়নি। পুরো বাগানটাকে লন্ডভন্ড করে দিয়েছে। প্রচুর দামি গাছ নষ্ট হয়েছে। দুষ্প্রাপ্য গাছও রয়েছে। পাম জাতীয় গাছও ভেঙে পড়েছে।”


বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে বহুমূল্য মেহগনি গাছেরও। সারি সারি গাছ ভেঙে লুটিয়ে পড়েছে মাটিতে। উপড়ে পড়েছে দেশি-বিদেশি গাছও। এর মধ্যে রয়েছে দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ। সব মিলিয়ে ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে লন্ডভন্ড ২৩০ বছরের পুরনো এশিয়ার অন্যতম বৃহৎ এই উদ্ভিদ উদ্যান।


বোটানিক গার্ডেন সূত্রে খবর, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত গাছগুলি সরিয়ে লাগানো হবে একই প্রজাতির নতুন গাছ। আংশিক ক্ষতিগ্রস্ত গাছগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হবে শীঘ্রই। শুক্রবার ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন গার্ডেনের আধিকারিক ও বিজ্ঞানীরা। কীভাবে এই উদ্ভিদ উদ্যানকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে শুরু হয়েছে পরিকল্পনা।