কলকাতা: উমপুনের পর পেরিয়ে গেছে ৪দিন। শহরের বিভিন্ন এলাকা এখনও বিদ্যুৎহীন। ঝড়ের পর এতদিন পেরিয়ে যাওয়ার পরও কেন বিদ্যুৎ-জল-মোবাইল পরিষেবা স্বাভাবিক হল না, এই নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। শহর থেকে জেলা, বিক্ষোভ, পথ অবরোধ চলে দফায় দফায়।
জেলায় বিভিন্ন জায়গায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধও বেঁধে যায় এই নিয়ে।
অবশেষে শহরের বিভিন্ন জায়গায় ফিরল বিদ্যুৎ, জানাল সিইএসসি ও ডব্লিউবিপিডিসিএল।




শহরের কোথায় কোথায় বিদ্যুত্‍ পরিষেবা স্বাভাবিক হয়েছে তার তালিকা মিলেছে সিইএসসি সূত্রে। জানানো হয়েছে, যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুর, সার্ভে পার্ক, পাটুলি, রিজেন্ট এস্টেট, এনএসসি বোস রোড, বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি, শীলপাড়া, লেকটাউন, যশোর রোড, নাগেরবাজার, রাস বিহারী কানেক্টর, বিবি চ্যাটার্জি রোড এলাকার বেশিরভাগ জায়গায় বিদ্যুত্‍ পরিষেবা স্বাভাবিক হয়েছে।





পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড জানিয়েছে, সল্টলেক ও নিউটাউনে ফিরেছে বিদ্যুৎ‍। স্বাভাবিক হয়েছে বাগুইআটি, তেঘড়িয়ার একাংশের বিদ্যুৎ পরিষেবা। কেষ্টপুর, বাঁশদ্রোণীর একাংশেও ফিরেছে  বিদ্যুৎ‍। বারাসাত, গড়িয়ার একাংশেও বিদ্যুৎ পরিষেবা এখন স্বাভাবিক হয়েছে।
জেলায় কাঁথি, তমলুক, এগরার একাংশে বিদ্যুৎ‍ ফিরে এসেছে।