ভুবনেশ্বর: সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে বিজু জনতা দলের সাংসদরা ভোট দিলেও, তাঁরা জাতীয় নাগরিকপঞ্জী মানবেন না বলে জানিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে ভারতীয়দের কোনও সম্পর্ক নেই। এটা শুধু বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য। লোকসভা ও রাজ্যসভায় বিজু জনতা দলের সাংসদরা স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা এনআরসি সমর্থন করবেন না। নাগরিকদের কাছে আমার আর্জি, শান্তি বজায় রাখুন, গুজব রটাবেন না।’


পুরীর সাংসদ পিনাকী মিশ্র বলেছেন, ‘এনআরসি-র মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করার কথা বলে কিছু মানুষকে আক্রমণ করার সুযোগ তৈরি হতে পারে। আমার জন্ম শংসাপত্র নেই, ফলে আমি নাগরিকত্ব প্রমাণ করতে পারব না। এনআরসি-র প্রথম ধাপ হল এনপিআর। রাজ্য সরকারই এনপিআর-এর কাজ করবে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও রাজ্য সরকারকে বাধ্য করতে পারে না।’

পশ্চিমবঙ্গ, পঞ্জাব, রাজস্থান, ছত্তীসগঢ়, কেরলের মতো রাজ্যগুলি সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জীর বিরোধিতা করছে। কেন্দ্রে বিজেপি-র শরিক জেডিইউ সাংসদরা নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দিলেও, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, তাঁর দল দেশজুড়ে নাগরিকপঞ্জীর বিরোধী। তেলঙ্গানা রাষ্ট্র সমিতি ও আম আদমি পার্টিও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছে।