বেঙ্গালুরু: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে দেখানোর সময় বেঙ্গালুরু টাউন হল থেকে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করল পুলিশ। রীতিমতো টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। দেশজুড়ে এই ঘটনার সমালোচনা শুরু হয়েছে। প্রতিবাদে সরব সুগত বসু, পবিত্র সরকার, অভিরূপ সরকার।

নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জীর প্রতিবাদে এদিন বনধের ডাক দেয় বামপন্থী ও সংখ্যালঘু সংগঠনগুলি। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কর্ণাটকের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। টাউন হলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। গতকালই ১৪৪ ধারা জারির সিদ্ধান্তের সমালোচনা করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তবে সিদ্ধান্ত বদল করেনি প্রশাসন। শনিবার মধ্যরাত পর্যন্ত দক্ষিণ কন্নঢ় জেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন সংগঠন বিক্ষোভ দেখাতে পারে। জনজীবনে যাতে এই বিক্ষোভের প্রভাব না পড়ে, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।